Offbeat

ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! অবশ্যই ঘুরে আসুন কাছের এই দুর্দান্ত জায়গা থেকে, ফিদা হয়ে যাবেন

Advertisement
Advertisements

পশ্চিমবঙ্গের ডুয়ার্স (Dooars) কিন্তু জগৎ বিখ্যাত। দেশের নানা প্রান্ত থেকে সেখানে মানুষ ঘুরতে আসেন। দার্জিলিং (Darjeeling) ঘোরা হলেও ডুয়ার্স ঘোরা হয়ে ওঠে না। কম খরচে পাহাড়ে ঘুরতে যেতে চান অনেক মানুষ। সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ‘ডুয়ার্স’ -এর উপরে। হাজার হাজার মানুষ প্রতি বছর এই সুন্দর জায়গাটিতে ঘুরতে যান। খরচ সীমিত হলেও তবে এডভেঞ্চার হবে হাজার গুন ভালো। তাই যদি এবারের গন্তব্য হয় ডুয়ার্স অবশ্যই হাতে মিনিট দুয়েক সময় নিয়ে খুঁটিনাটি তথ্য গুলি জেনে যান।

ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! অবশ্যই ঘুরে আসুন কাছের এই দুর্দান্ত জায়গা থেকে, ফিদা হয়ে যাবেন

অবস্থান – ৮৮০ একর জায়গা জুড়ে বিস্তৃত ডুয়ার্স। পশ্চিমবঙ্গে যেমন আছে তেমনই ভুটানের মধ্যেও কিছুটা অংশ বিস্তৃত আছে।

কিভাবে যাবেন – হাওড়া বা শিয়ালদাহ থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন যেতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে শিলিগুড়ি হয়ে সোজা চলে যাবেন ডুয়ার্স। প্লেনেও চাইলে যেতে পারেন বাগডোগরা বিমানবন্দর হয়ে।

ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! অবশ্যই ঘুরে আসুন কাছের এই দুর্দান্ত জায়গা থেকে, ফিদা হয়ে যাবেন

কোথায় থাকবেন – ডুয়ার্সে একাধিক থাকার ব্যবস্থা আছে। রিসর্ট, হোটেল, বন দপ্তরের বাংলো এসব এখন আছে সেখানে। থাকার সাথেই খাওয়া পাবেন এমন জায়গায় থাকলে বেশ ভালো হবে।

কি কি দেখবেন – ডুয়ার্স মানেই যাবেন জলদাপাড়া ও গরুমারা ন্যাশনাল পার্ক ঘুরতে। সেখানে গেলেই গাড়ি ভাড়া করে ‘জঙ্গল সাফারি’ করতে পারবেন। গন্ডার, হাতি, সম্বর ও প্রচুর পাখি এখানে দেখতে পাবেন। জগৎ খ্যাত এক শৃঙ্গ গন্ডারের দেখা পেয়ে যেতে পারেন।

ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! অবশ্যই ঘুরে আসুন কাছের এই দুর্দান্ত জায়গা থেকে, ফিদা হয়ে যাবেন

‘গরুমারা জঙ্গল রিসোর্ট’ এর কছে জঙ্গলের একদম মাঝে। সেখানে একটা রাত আপনি কাটাতে পারবেন। খরচ একটু যদিও বেশি হবে। তবে প্রাণীদের মধ্যে মানুষের থাকার যে দুর্দান্ত স্মৃতি তা ভুলতে পারবেন না।

‘চাপড়ামারী’, ‘চালসা গৌরীগাঁও’, ‘বক্সা জাতীয় উদ্যান’ পাশাপাশি জায়গা গুলি দেখতে পারবেন। ডুয়ার্স -এর পাশ থেকে তিস্তা নদী বয়ে গিয়েছে। সেখানেই এখন রিভার রাফটিং করার ব্যবস্থা আছে। এই ধরণের নতুনত্ব এডভেঞ্চার অনেকেই পছন্দ করেন। গাড়ি ভাড়া করে জয়ন্তী, ঝালং, বিন্দু, সুলতানখোলা সব জায়গা গুলি ঘুরে নিতে পারেন।

ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! অবশ্যই ঘুরে আসুন কাছের এই দুর্দান্ত জায়গা থেকে, ফিদা হয়ে যাবেন

মাথাপিছু খরচ – জনপ্রতি ৫০০০-৭০০০ টাকার মতো খরচ হবে। কিন্তু আপনার উপরে নিজের খরচ বাড়তে বা কমতে পারবে।