অনেক হল একঘেয়ে দীঘা-পুরী-ডুয়ার্স! স্বাদ বদলাতে অবশ্যই ঘুরে আসুন কাছের এই জায়গা থেকে

দার্জিলিংয়ের মনোরম পরিবেশ সবসময় পর্যটন আকর্ষণ করে। কম খরচে এমন পাহাড় ভ্রমণ অন্য রাজ্য তথা বিদেশে কোনো জায়গাতেই হবে না। তবে দার্জিলিং শুধু নয় এখন আপনি অনেক অফবিট জায়গায় ঘুরতে যেতে পারবেন। এই যেমন ধরুন বিখ্যাত ‘বাড়বোটে রক গার্ডেন‘। পাহাড়ের এই অপূর্ব সৌন্দর্য নিয়েই আজ হাজির হয়েছি আপনাদের সামনে।
অবস্থান – পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ে অবস্থিত এই রক গার্ডেন। ২১৩৪ মিটার উঁচুতে অবস্থিত এই বিশেষ প্রাকৃতিক সিনারি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হয়।
কিভাবে যাবেন – ট্রেনে কলকাতা থেকে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি। সেখান থেকে চলে যান গাড়ি ভাড়া করে দার্জিলিং। একটা দিন থেকে পরের দিন সকালে বেরিয়ে পরুন রক গার্ডেনের উদ্দেশ্যে। দার্জিলিংয়ের মাল রোড থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত। যেতে আপনার সময় লাগবে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো।
কি কি দেখবেন – রক গার্ডেন মূলত পাহাড়ের নিচে কতগুলো পাথরের উপর দিয়ে প্রবাহিত জলস্রোত। যাকে আমরা ঝর্ণা বলে থাকি। রক গার্ডেন যাওয়ার রাস্তা যেমন সুন্দর ঠিক তেমনই ভয়ঙ্কর। রক গার্ডেন যাবার পথেই আসবে হ্যাপি ভ্যালি চা বাগান। সেই চা বাগানে গাড়ি দাঁড় করিয়ে কয়েকটি মনের মতো ফটো তো নিতেই হবে আপনাকে।
অনেক দূর থেকে সেই ঝর্ণা পাহাড়ের গা বেয়ে বয়ে আসছে। শুধু তাই নয় এখন আপনি চাইলে সেই ঝর্নায় নিজেকে ভিজিয়ে তুলতেও পারবেন। বেশিরভাগ মানুষ এখানে একদিনের জন্য পিকনিক করতে আসেন।
কোথায় থাকবেন – অনেকে দার্জিলিংয়ে থাকেন ও রক গার্ডেন একদিনের জন্য দেখতে যান। অনেকে আবার রক গার্ডেনের আশেপাশেও হোটেল বা হোম স্টে ভাড়া করে থাকেন। খরচ দুটি ক্ষেত্রেই মোটামুটি একই রকম।