Offbeat

একঘেয়ে দীঘা-পুরী ভুলে ঘুরে আসুন এই জায়গা থেকে, পাবেন স্বর্গসুখ

দেশের মধ্যেই বিদেশের মতো কার্যকলাপ। একমাত্র সেটা ‘গোয়া‘ নামক স্থানেই পাওয়া সম্ভব। ভারতের সবথেকে ক্ষুদ্র রাজ্য যেখানে দেশ থেকে বিদেশের মানুষ ছুটি কাটানোর জন্য আসেন। সেখানে রয়েছে ক্যাসিনো থেকে নাইট ক্লাব, ফাইভ স্টার হোটেল থেকে বিভিন্ন মন মাতানো ওয়াটার স্পোর্টস। সেই কারণেই সাধারণ মানুষের কাছে দেশের মধ্যেই এক বিদেশের সাম্রাজ্য বলা যায় এই জায়গাকে। বন্ধুদের সাথে ব্যাচেলর ট্যুর হোক কিংবা বিয়ের পরে মধুচন্দ্রিমা এখানে একবার হলেও আপনাকে ঘুরতে যেতেই হবে।

তবে গোয়া বললেই উত্তর গোয়া না দক্ষিণ এই বিতর্ক চলতেই থাকে। তবে সেসব বিতর্ক পিছনে রেখে আজ আমরা আপনাদের জানাবো গোয়ার অন্যতম ও জনপ্রিয় এক সমুদ্র সৈকত সম্পর্কে। কানাকোনার মাদগাঁও থেকে আনুমানিক ৩৮ কিলোমিটার দূরে অবস্থিত ‘পালোলেম সমুদ্র সৈকত‘।

How To Travel : ট্রেনে গোয়া যেতে হলে আপনাকে শিয়ালদাহ স্টেশন থেকে আমরাবতী এক্সপ্রেস ধরতে হবে। সেই একটি মাত্র ট্রেন গোয়া পর্যন্ত যায়। যার সময় লাগে ৩৬ ঘন্টা। বিমান পথে কলকাতা থেকে ডাবোলিম বিমানবন্দর যা রাজ্যের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে দুই ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন।

Where To Stay : পালোলেম সমুদ্র সৈকতের পাশে প্রচুর হোটেল আছে। সেই হোটেলে থাকা ও খাওয়ার একসাথে প্যাকেজ নিতে পারেন। আবার আপনি চাইলে একদম গোয়া শহরের মধ্যেও থাকতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু দাম অনেকটাই বেশি।

Things to do :

  • শান্ত এবং নিরিবিলি স্পন্দনের জন্য বিখ্যাত পালোলেম বিচ। আপনি এখানে যদি একটি ক্রুজ ভাড়া করেন সেখান থেকে অনায়েসেই ডলফিনগুলিকে দেখার সুযোগ পাবেন।
  • আপনি যদি সাঁতার কাটতে পছন্দ করেন তাহলে অতি অবশ্যই পালোলেম বিচে তা চেষ্টা করবেন। সাথেই পালোলেম সমুদ্র সৈকত ভারতের কয়েকটি স্থানের মধ্যে একটি যা স্কুবা ডাইভিংয়ের মতো এডভেঞ্চার সকলের সামনে তুলে ধরে।
  • একটি নৌকা ভাড়া করুন এবং ডলফিন দেখার জন্য বেরিয়ে পরুন। ভোরবেলা ডলফিন স্পটিংয়ের জন্য সেরা সময়। বাজেট বেশি থাকলে ব্যক্তিগত ক্রুজ ভাড়া করেও নিতে পারেন।
  • পালোলেম সৈকত মূলত সাদা বালি দিয়ে তৈরী। ২০-২৫ মিনিটের মধ্যেই নিজের মনের মতো মানুষটিকে নিয়ে এই বিচ আপনি হেঁটে শেষ করে ফেলতে পারবেন।

Best Time To Travel : নভেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত পালোলেম বিচ সহ গোয়া ঘুরতে যাওয়ার সেরা সময়। এই সময় পিক সিজন চলতে থাকে। সাথেই সবকিছুর দাম হয়ে যায় অধিক। তবে আপনি যদি কম খরচে ও একটু নিরিবিলি ঘুরতে পছন্দ করেন তাহলে মে-অগাস্ট মাসের মধ্যে যেতে পারেন।

Travel Cost : পালোলেম বিচ ঘুরতে হলে অথবা তার আশেপাশে ঘুরতে ১০০০০ টাকার মতো মাথাপিছু বাজেট নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে।