Offbeat

Travel : ভুলে যাবেন পুরী-দীঘার সৌন্দর্য! স্বল্প খরচে ঘুরে আসুন কাছের এই ‘Nagoa Beach’ থেকে, পাবেন স্বর্গ সুখ

এই বিশ্বের তিন ভাগ জল আর এক ভাগ স্থল। তাই সেই হিসেবেও দেখা যায় যে পাহাড়ের তুলনায় সমুদ্রের ভাগ বেশি। বেড়াতে যাওয়ার জন্য তাই জায়গা হিসাবে সমুদ্রের ডাক বেশি আসে। ভারতের আটটি কেন্দ্রশাসিত অঞ্চল গুলি সম্পর্কে নিশ্চয়ই জানেন। দিল্লি যেমন দেশের রাজধানী। তাই সেখানে ঘুরতে যাওয়ার মজাটা একটু আলাদা। কিন্তু অন্য যে স্থান গুলি আছে সেগুলি সত্যি দেশের মানুষের কাছে স্বপ্নের জায়গা। পাহাড়ের তুলনায় সমুদ্র কম খরচ সাপেক্ষ ও সহজলভ্য। তাই অ্যাডভেঞ্চারপ্রেমী না হয়ে যদি সাদামাটা পর্যটক হন তাহলে সমুদ্রকেই বেছে নেন সকলে। চলুন আজ আপনাদের দুর্দান্ত একটি সমুদ্র সৈকতের ধার থেকে ভ্রমণ করানো যাক।

Location : কেন্দ্র শাসিত অঞ্চল দিউ-এর নাগোয়া সমুদ্র সৈকত নির্মলতা, সৌন্দর্য এবং ধারের তাল-নারকেল গাছের জন্য বিখ্যাত। এই স্থানে প্রতিবছর হাজার হাজার মানুষ ঘুরতে যান।

How to Travel : উনা রেলওয়ে স্টেশন থেকে এই সৈকত ২০ কিমি দূরে। পাবলিক ও প্রাইভেট দুই রকমের গাড়ি করে সেখানে পৌঁছানো যাবে। বিমানে দিউ বিমানবন্দর থেকে এই সৈকতে যেতে পারবেন।

Stay and Food : থাকা ও খাওয়া খুবই ভালো সেখানে। লোকাল মানুষেরা আতিথেওতায় কোনো কমতি রাখে না। ভালো হোটেল থেকে রেঁস্তোরা সব কিছুই আছে সেখানে।

Things To Do :

  1. সাদা বালি, নির্মল নীল জল এবং সবুজ পাম গাছের এই সমাহার যেন এক স্বপ্নের দুনিয়া।
  2. এক সে এক ওয়াটার স্পোর্টস আছে সেখানে যা চেষ্টা করতে পারেন।
  3. সেখানে প্রাইভেট বোট ভাড়া করে সমুদ্রের মাঝে একটা গোটা দিন কাটাতে পারবেন। যদিও খরচ হবে অনেক বেশি।
  4. দিউ দুর্গ ঘুরে দেখবেন। সেখানে পর্তুগীজ থেকে ইংরেজ সবার ইতিহাস জড়িয়ে আছে।
  5. স্টেন্ট পল চার্চ, INS খুকরি মেমোরিয়াল, গঙ্গেশ্বর মহাদেব মন্দির, নাইডা গুহা এসব কিছু ঘুরে দেখবেন।

Best Time : সারা বছর সেখানে ভ্রমণ পিপাসুরা ঘুরতে যান। তবে নভেম্বর থেকে মার্চ মাস খানিক বেশি ভালো।

Tour Cost : সেখানে ঘুরতে গেলে ১২,০০০ টাকার মতো খরচ হবেই মাথাপিছু এই সংখ্যা ধরেই এগোনো ভালো হবে।