Offbeat

ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! ছুটি নিয়ে ঘুরে আসুন কাছের এই দুর্দান্ত জায়গা থেকে

বলিউডের এমন কোনো সিনেমা নেই যেখানে মুম্বাইয়ের বিভিন্ন বিখ্যাত জায়গা দেখানো হয় না। ঠিক তেমনই আরব সাগরের তীরে তৈরী বিখ্যাত একটি স্থান হলো মুম্বাই মেরিন ড্রাইভ। প্রতিদিন, হাজার হাজার পর্যটক আকাশরেখার মহিমান্বিত দৃশ্য দেখতে এই এলাকায় ভিড় করে। তবে বাইরে থেকে আমার আপনার মতো ভ্রমণ পিপাসুরা যখন মুম্বাই দর্শনে যান তখন তো এই মেরিন ড্রাইভের খুঁটিনাটি জেনে নেওয়া প্রয়োজন। চলুন আজ ভারতের ব্যস্ততম ও ধনী শহরের এক আলসেমি স্থানের সম্পর্কে অজানা তথ্য জানা যাক।

Location : দক্ষিণ মুম্বাইয়ের আরব সাগরের ধারে সি-আকৃতির বুলেভার্ডটি নিঃসন্দেহে অবসরে হাঁটার জন্য এবং আশ্চর্যজনক সূর্যাস্ত দেখার জন্য সেরা জায়গা। নেতাজি সুভাষ চন্দ্র বোস রোড মেরিন ড্রাইভ বলা হয় এই জায়গাটিকে।

How To Reach : কলকাতা থেকে মুম্বাইগামী ট্রেনে চেপে ছত্রপতি শিবাজি জংশন স্টেশনে নামতে হবে। এটি মুম্বাইয়ের সবথেকে বড়ো স্টেশন। সেখান থেকেই প্রথম দিন মেরিন ড্রাইভ ঘুরতে যাবেন না। তাই ভালো হোটেল নিয়ে আয়েশ করে তারপরে মুম্বাই পরিদর্শনে বেরোবেন। মুম্বাই লোকাল ট্রেনে চেপে মেরিন লাইন রেলওয়ে স্টেশন হয়ে যেতে পারেন। আবার ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২২ কিমি পথ ক্যাব ভাড়া করে যেতে পারেন।

Hotels : শত শত হোটেল আছে মুম্বাইয়ের বুঁকে। ৫ স্টার থেকে অল্প টাকার সব কিছুই সেখানে পেয়ে যাবেন। তাই অবশ্যই মুম্বাই শহরের প্রাণ কেন্দ্রতে থাকার কথা চিন্তা করবেন।

Things To Do :

  • মেরিন ড্রাইভ, মুম্বাইয়ের ৩ কিলোমিটারেরও বেশি স্থান জুড়ে বিস্তৃত।
  • মেরিন ড্রাইভ হল মুম্বাইয়ের সবচেয়ে লোভনীয় আবাসিক এলাকা যেখানে বিলাসবহুল বহুতল অ্যাপার্টমেন্ট এবং পৃথক বাংলো রয়েছে যার এক একটির দাম কয়েক কোটি টাকা।
  • মেরিন ড্রাইভে বিকালের দিকে সবথেকে বেশি ভিড় হয়। সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য আসেন সকলে।
  • মেরিন ড্রাইভে কিছু সেরা রেস্তোরাঁ এবং খাবারের জায়গা রয়েছে যা আপনাকে দুর্দান্ত আনন্দ দেবে।
  • নরিমান পয়েন্ট মেরিন ড্রাইভের দক্ষিণ দিকে একটি জমকালো আবাসিক এলাকা যেখানে আভ্যন্তরীণ সজ্জা সহ ঝাঁঝালো অ্যাপার্টমেন্ট রয়েছে। আপনি এই এলাকায় হাঁটাহাঁটি করতে পারেন।
  • বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়াম ও তার ভিতরে ঢুকে আপনি দেখতে পারবেন।
  • জাহাঙ্গীর আর্ট গ্যালারি একটি গুরুত্বপূর্ণ শিল্প প্রদর্শনী স্থান। আঁকা যদি আপনার পছন্দের বিষয় হয় তাহলে অবশ্যই এই জায়গা ঘুরে দেখবেন।

Trip Cost : এই মুম্বাই মেরিন ড্রাইভ সহ বিস্তারিত জায়গা পরিদর্শন করতে ১২,০০০ টাকা খরচ হবে এমনটা মেনে নিয়েই যাওয়া ভালো হবে।