Offbeat

Travel : একঘেয়ে দীঘা-পুরী ভুলে ঘুরে আসুন ‘Madh Island’ থেকে, পাবেন স্বর্গ সুখ

ভ্যাকেশন ডেস্টিনেশন হিসেবে প্রথমেই মাথায় আসে দীঘা-পুরীর কথা। কিন্তু আমাদের এই দেশে আরও অনেক সুন্দর সুন্দর বিচ ডেস্টিনেশন আছে। যা দেখলে মন জুড়িয়ে যাবে আপনারও। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের তেমনই একটি বিচের সন্ধান দেব। যারনাম মাধ দ্বীপ অর্থাৎ মধ্য দ্বীপ। যেটি কিনা আরব সাগরের তীরে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এই বিচে আপনি একবার গেলে বারবার যেতে চাইবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।

Location : মুম্বাইয়ের এই দ্বীপটি আরব সাগরের একটি ছোট্ট গ্রাম থেকে কিছুটা দূরে অবস্থিত। যা ভার্সোভা দ্বীপ নামেও পরিচিত। এর পশ্চিমে আরব সাগর এবং এর পূর্বে মালাদ ক্রিক এর সাথে আরও কয়েকটি সমুদ্র সৈকত রয়েছে।

How To Reach : মুম্বাই থেকে ৩০ মিনিট ড্রাইভ করে আপনি এই দ্বীপে পৌঁছাতে পারেন। এই এলাকাটি মালাড থেকে 271 নম্বরের বাসে করে যাওয়া যায়। এছাড়া বোরিভালি থেকে 269 নম্বরের বাসেও যাওয়া যায়। এমনকি মালাড থেকে অটো রিক্সাও পাওয়া যায়। আপনি যদি ফেরি পরিষেবা বেছে নেন তাহলে আপনাকে ভারসোভা থেকে ধরতে হবে। যা আপনাকে পাঁচ মিনিটের মধ্যে দ্বীপে পৌঁছে দেবে। মুম্বাই থেকে ট্যাক্সি, অটো, রিক্সা, বাস, ট্রেন যেকোনো উপায়েই এই দ্বীপে পৌঁছাতে পারেন। তবে, সবটাই সময় সাপেক্ষ ব্যাপার।

Best Hotels : এখানে আপনি থাকার মতো অনেক হোটেল পেয়ে যাবেন। নিজের বাজেট অনুযায়ী বেছে নিতে পারেন।

Things To Do : 

  1. মধ্য দুর্গ: মধ্য দুর্গকে অনেকেই ভারসোভা দুর্গ নামে চেনেন। মধ্য দ্বীপের তীরে অবস্থিত এটি একটি ঐতিহাসিক দুর্গ। দর্শনার্থীরা দুর্গটি ঘুরে দেখতে পারেন। পাশাপাশি আরব সাগরের নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে পারেন।
  2. মধ্য সৈকতে বিশ্রাম: এই দুর্গটি আদিম সৈকতের জন্য পরিচিত। এখানে পর্যটকরা সূর্যস্নান, সাঁতার এবং অন্যান্য সমুদ্র সৈকতের কার্যকলাপ উপভোগ করতে পারেন।
  3. মধ্য চার্চ: মধ্য চার্চ দ্বীপে অবস্থিত একটি ঐতিহাসিক রোমান ক্যাথলিক চার্চ। এখানে দর্শনার্থীরা গির্জা এবং তার সুন্দর স্থাপত্য ঘুরে দেখতে পারেন।
  4. ম্যানগ্রোভ বন: মধ্য দ্বীপ ঘন ম্যানগ্রোভ বন দ্বারা বেষ্টিত। পর্যটককারীরা এখানকার বন অন্বেষণ এবং বৈচিত্র্যময় বন্যপ্রাণী পর্যবেক্ষণ করতে পারেন। আপনি চাইলে একটি নৌকাতেও ভ্রমণ করতে পারেন।
  5. জল খেলা: পর্যটকরা এই দ্বীপে জেট স্কিইং, প্যারাসেইলিং এবং স্পিড বোটিং-এর মতো বিভিন্ন জলের রাইড উপভোগ করতে পারেন।

Best Time To Visit : প্রতি সিজেনেই আপনি এখানে আসার পরিকল্পনা করতে পারেন। তবে, অক্টোবর থেকে মে মাস এখানে আসার উপযুক্ত সময়।