একঘেয়ে দীঘা-পুরী ঘুরে ক্লান্ত? স্বাদ বদলাতে অবশ্যই ঘুরে আসুন কাছের এই সমুদ্র থেকে

ভারতে মানুষ সবথেকে বেশি উত্তরে ঘুরতে যান এই কথা সত্য নয়। পৃথিবীর ভূ-স্বর্গ কাশ্মীর হলেও দক্ষিনের প্রাকৃতিক সৌন্দর্য কিছু কম নয়। আর তার মধ্যেই একটা বিশেষ জায়গা হলো কেরালা রাজ্য। এক কথায় হাতের তুলিতে যেন আঁকা একটি ক্যানভাস এই রাজ্যের প্রতিটি কোনা। তেমনই আজকের এই বিশেষ প্রতিবেদনে জানাবো কিভাবে কেরালার বিখ্যাত কোভালামের সমুদ্র সৈকতে পোঁছাবেন। সেখানে থাকা, ঘোরা ও অন্যান্য খুঁটিনাটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেবো।
কিভাবে যাবেন – হাওড়া থেকে করমণ্ডল এক্সপ্রেসে চেন্নাই সেন্ট্রালে পৌঁছে যান। সেখান থেকে আবার ত্রিভানদ্রাম মেইলে তিরুবনন্তপুরম পৌঁছে যেতে পারেন কোভালাম বিচে পরের দিন সকালে৷ তা ছাড়াও সপ্তাহে বেশ কিছু ট্রেন আছে যা কেরালায় পাড়ি দেয়। বিমানে যেতে হলে তিরুবনন্তপুরম বিমান বন্দর হয়ে ২০ কিলোমিটার দূরে যেতে হবে।
কোথায় থাকবেন – কোভালাম সমুদ্র সৈকতের পাশেই অনেক হোটেল, রিসর্ট আছে৷ নিজের সাধ ও সাধ্যের মধ্যে কোনও একটি বেছে নিতে অসুবিধে হবে না৷ তবে চাইলে অনলাইনের মাধ্যমে আগেই বুকিং করে যেতে পারেন।
কি কি দেখবেন –
- সমুদ্র, তার বিস্তীর্ণ জলরাশি এই স্থানের প্রধান আকর্ষণ। বিচের পাশেই নারকোল গাছের ছাওয়াতে বসে সমুদ্র দেখার মজাই আলাদা। সূর্য অস্ত যাওয়ার সময় অবশ্যই সেখানের সৌন্দর্য বেড়ে ওঠে আরও কয়েক গুন।
- সকাল সকাল জলে নেমে ঢেউয়ের স্রোতের সাথে স্নান করার মজাই আলাদা। সেখান থেকেই সময় করে ঘুরে আসুন তিরুবনন্তপুরম থেকে। সেখানের সুপ্রাচীন পদ্মনাভস্বামী মন্দির খুবই বিখ্যাত।
- সমুদ্রের মধ্যে বিভিন্ন ওয়াটার স্পোর্টকে নিজেকে নিযুক্ত করতে পারেন। তাই অতি অবশ্যই আপনাকে এই দুর্দান্ত জায়গাটি ঘুরে দেখতেই হবে।
কখন যাবেন – এই স্থানে যাওয়ার সবচেয়ে ভালো সময় সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত।
খরচ – কোভালাম সৈকত ঘুরতে প্রায় ১০,০০০ টাকা তো মাথা পিছু খরচ ধরে রাখতেই হবে।