Offbeat

চাঙ্গা হবে শরীর ও মন! দীঘা-পুরী ভুলে ঘুরে আসুন ‘Elliot’s Beach’ থেকে, খরচ হবে নামমাত্র

ভারতে দক্ষিনের রাজ্যের বিভিন্ন ভ্রমণ স্থান সম্পর্কে আপনাদের পর পর বেশ কয়েকটি প্রতিবেদনে জানানো হয়েছে। আপনারা আরও বেশি সেইসব অজানা জায়গা গুলি নিয়ে জানতে আগ্রহী। সঠিক তথ্য ও উপযুক্ত প্রতিবেদন না থাকার পরে অনেক সময় আপনারা সেই জায়গায় যেতে চান না। আজকে আবারো একটি দুর্দান্ত স্থান নিয়ে হাজির হয়েছি। তবে আজকের জায়গাটি কিন্তু সমুদ্র সৈকত। নির্জন ও নিস্তব্ধতা মিলিয়ে সেই সৈকত ও তার আসেপাশের বিশেষ স্থান গুলি ঘুরে দেখতে পারেন।

অবস্থান : এলিওট সৈকত, চেন্নাই, তামিলনাড়ু

কিভাবে যাবেন : হাওড়া থেকে আপনাকে তামিলনাড়ু রাজ্যের চেন্নাই সেন্ট্রাল স্টেশনে পৌঁছাতে হবে। যার থেকে আপনাকে টোটো কিংবা গাড়ি করে এলিওট সৈকতে যেতে পারবেন। বিমানে যেতে হলে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যেতে হবে। সেখান থেকে প্রায় ৬০ কিমি পথ গাড়ি করে যেতে হবে।

কোথায় থাকবেন : এই সৈকতের পাশে থাকার জন্য কিছু ছোট হোটেল পেয়ে যাবেন। এক দিনের জন্য ঘুরতে যান অনেকেই আবার ফিরে আসেন। তারা মূলত চেন্নাই শহরের আশেপাশেই থাকেন।

কি কি দেখবেন :

  1. ফাঁকা সমুদ্র সৈকতটি সম্পূর্ণ উন্মুক্ত সর্বক্ষনের জন্য। তবে আপনাদের জানিয়ে রাখি এই সৈকতের চলতি নাম বসন্ত নগর সৈকত।
  2. সেই সৈকতের পাশেই আছে মারিনা বিচ সেখানে পায়ে পায়ে ঘুরতে যেতে পারেন।
  3. আস্থালক্ষী মন্দির সেখানকার খুবই জাগ্রত একটি স্থান। সকলেই সেখানে পুজো দেয়।
  4. সমুদ্রের পাশেই আছে এক সে এক রেঁস্তোরা। সমুদ্র দেখতে দেখতে আপনি নিজের পছন্দ মতো মিল খেতে পারবেন।
  5. এই সৈকতের জল পুরোপুরি নীল তাই বাচ্চাদের নিয়ে স্নান করার মজাই আলাদা। সব মিলিয়ে এই জায়গায় ঘোরার স্মৃতি আপনাকে আনন্দ দেবে।

কখন যাবেন : এই স্থানে যাওয়ার সবচেয়ে ভালো সময় অক্টোবরব থেকে মার্চ মাস পর্যন্ত।

খরচ – সমুদ্র সৈকতটি ঘুরে বড়াতে খুবই অল্প টাকার দরকার। মাথাপিছু ৫,০০০ টাকা ধরলেই ঘুরে নিতে পারবেন এই জায়গা। 

এই সমুদ্র সৈকত খুবই পরিষ্কার ও পরিবেশের সম্পূর্ণ খেয়াল রাখে। তাই বাইরে থেকে ভ্রমনে গেলে এই স্থান কোনোভাবেই অপরিষ্কার করবেন না।