Travel : ভুলে যাবেন একঘেয়ে দীঘা-পুরীর সৌন্দর্য! ছুটি নিয়ে ঘুরে আসুন কাছের এই সমুদ্র থেকে

ভারতে দক্ষিনের রাজ্য গুলি ঘুরতে ইচ্ছা হয় অনেকের। তবে সঠিক তথ্য ও উপযুক্ত প্রতিবেদন না পরে কেউ যেতে চান না। আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসছি দক্ষিনের না দেখা ও অজানা সমস্ত ভ্রমণ স্থান। আজকে আবারো একটি দুর্দান্ত স্থান নিয়ে হাজির হয়েছি। তবে আজকের জায়গাটি কিন্তু রাত কাটানোর জন্য নয়। মাত্র কয়েক ঘন্টা নির্জন ও নিস্তব্ধতা উপভোগ করার জন্য। মাত্র কয়েক ঘন্টার জন্য আপনি সেখানে যাবেন। তাহলে চলুন সেই বিশেষ স্থান সম্পর্কে আপনাদের জানানো যাক।
জায়গার নাম : ধনুষকোদি সৈকত, রামেশ্বরম।
কিভাবে যাবেন : হাওড়া থেকে আপনাকে তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম স্টেশনে পৌঁছাতে হবে। যার থেকে ১৮ কিলোমিটার দূরে অবস্থিত ধনুষকোদি সৈকত। বিমানে যেতে হলে মাদুরাই বিমান বন্দর হয়ে যেতে হবে। সেখান থেকে ২০০ কিলোমিটার দূরে গাড়ি ভাড়া করে যেতে হবে যাতে ৪ ঘন্টা মতো সময় লাগবে।
কোথায় থাকবেন : এই সৈকতের পাশে কোনো থাকার জায়গা নেই। তাই কয়েক ঘন্টার জন্য যাবেন কিন্তু আবার মূল শহরে ফিরে আসবেন। কোনো খাবার হোটেল নেই সেখানে। তাই অতি অবশ্যই জল ও কিছু খাবার নিজের সঙ্গে রাখবেন।
কি কি দেখবেন :
- ফাঁকা সমুদ্র সৈকতটি সম্পূর্ণ উন্মুক্ত তবে সন্ধ্যা ৬ টার পরে আর সেখানে যাওয়া যায় না।
- ৩ কিমি দৈর্ঘ্য এই সৈকতে সকালে ও সন্ধ্যার আগে গেলে খুব সুন্দর হাটতে পারবেন।
- মান্নার মেরিন ন্যাশনাল পার্ক উপসাগর সেখানে অবস্থিত। ২১ টি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে।
- রাম সেতু নাম সকলেরই জানা। ভগবান রাম ও তাঁর বানর সেনারা মিলে লঙ্কা যাবার সময় যে সেতুটি নির্মাণ করেছিলেন সেটাই বলা হয়েছে।
- পামবান ব্রিজ পার হয়ে যাবেন পামবান দ্বীপে। নীল জলরাশি আর অবিরাম সমুদ্র আপনার দেখতে দুর্দান্ত লাগবে।
কখন যাবেন : এই স্থানে যাওয়ার সবচেয়ে ভালো সময় অক্টোবরব থেকে মার্চ মাস পর্যন্ত। আবহাওয়া থাকে মৃদু ও ঘোরার জন্য দুর্দান্ত।
খরচ : সমুদ্র সৈকতটি ঘুরতে আপনার ১০০০ টাকা মতো খরচ হতে পারে।
এই সমুদ্র সৈকত খুব পরিষ্কার ও পরিবেশের সম্পূর্ণ খেয়াল রাখে। তাই বাইরে থেকে ভ্রমনে গেলে এই স্থান কোনোভাবেই অপরিষ্কার করবেন না।