ভ্যাপসা গরম থেকে নিমেষেই পাবেন মুক্তি, অবশ্যই ঘুরে আসুন কাছের এই সমুদ্র থেকে, মিলবে অপার শান্তি

ওড়িশা রাজ্যে ঘোরার স্থান নেহাত কম নেই। পাহাড় থেকে সমুদ্র সব কিছুই সে রাজ্যে উপস্থিত। শীত কিংবা ভরা গ্রীষ্ম আপনি অনায়েসেই প্রতিবেশী রাজ্যে ঘুরতে পারবেন। বাঙালির চিরাচরিত দার্জিলিং কিংবা দীঘা ছেড়ে এবার সময় এসেছে অন্য রাজ্যে পাড়ি দেওয়ার। বেশি দূরে নয় আপনার পাশের রাজ্যেই আছে এমন একটি দুর্দান্ত অফবিট জায়গা। তাহলে চলুন আজ এই ছবির মতো সেই স্থান থেকে আপনাদের বাড়ি বসে ঘুরিয়ে নিয়ে আসি।
অবস্থান – ওড়িষ্যা রাজ্যের দাগাড়া সমুদ্র সৈকত দিন দুয়েক ছুটি কাটানোর জন্য আদর্শ। বালাসোর শহরের থেকে ৬৫ কিলোমিটার ও জ্বলেশ্বর থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত।
কিভাবে যাবেন – প্রথমে ট্রেনে আপনাকে পৌঁছাতে হবে জ্বলেশ্বর স্টেশনে। সেখান থেকে ৪১ কিমি পথ যাবেন গাড়িতে। দূরত্ব কিছু বেশ খানিকটা। আবার আপনি কলকাতা থেকে সরাসরি বাসেও যেতে পারেন। জ্বলেশ্বর নেমে আবার গাড়ি করে পাড়ি দেবেন দাগাড়া সি বিচের দিকে। বিমানে গেলে ভুবনেশ্বর নেমে ২৬৩ কিমি পথ যেতে হবে গাড়িতে। যা অনেকটাই দূর ও কষ্টকর হয়ে উঠতে পারে।
থাকার ব্যবস্থা – হোটেল ও রিসর্ট আছে কয়েকটি দাগাড়া বিচের আসে পাশে। আপনি চাইলে সেখানেই থাকতে পারবেন। তবে এই দাগাড়া বিচে ঘুরতে আসলে বেশিরভাগ মানুষ বালাসোর কিংবা জ্বলেশ্বরে থাকেন। সেখানে ঘুরতে যান একদিনের জন্য। তাই সেখানে না থেকে আপনি অন্য জায়গায় থাকতে পারেন শহরের কাছাকাছি।
কি কি দেখবেন –
- দাগাড়া বিচ সম্পূর্ণ লাল কাঁকড়ার আতুর ঘর। সম্পূর্ণ সৈকত জুড়ে শুধুই এই লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে এমন দৃশ্য দেখতে পাবেন। বিচের পাশেই মাছের দোকানে সেই কাঁকড়া জবরদস্ত রান্না করে দেয়। আপনি চেখে দেখতে পারেন।
- সেই স্থানে নির্দিষ্ট পিকনিক করার জায়গায় আছে। অনেক মানুষ আসেন পিকনিক করতে। তাই এই জায়গাটি পিকনিক স্পট হিসাবেও খুব বিখ্যাত।
- পশ্চিমবঙ্গের সীমানার একদম গায়ে এই দুর্দান্ত জায়গা। তাই আপনি চাইলে পায়ে হেঁটে তালসারি ও উদয়পুর সমুদ্র সৈকত ঘুরে আসতে পারেন।
- সেখান থেকে বালাসরের চন্ডিপুর সমুদ্র সৈকত, ইমামী জগন্নাথ মন্দির, নীলগিরি, নীল হ্রদ ইত্যাদি জায়গা গুলি ঘুরে দেখতে পারেন।
কলকাতা থেকে দূরত্ব – দেখুন কলকাতা থেকে ২২৫ কিমি দূরে অবস্থান করছে দাগাড়া বিচ। অন্যদিকে দীঘা থেকে মাত্র ৫১ কিমি দূরে অবস্থিত। আপনাদের এই বিশেষ তথ্যটি এই কারণেই জানানো হলো কেউ সরাসরি কলকাতা থেকে বা দীঘা থেকেও এই দাগাড়া সমুদ্র সৈকতে ঘুরতে যেতে পারবেন।
খরচ – একদিন ঘুরতে আপনার পকেট থেকে তেমন একটা খরচ হবে না। ঐ ধরে রাখুন ২০০০ টাকার মধ্যে ঘুরে চলে আসতে পারবেন।