Offbeat

Travel : ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! ছুটি নিয়ে ঘুরে আসুন কাছের এই ‘Chopta’ থেকে, গেলে মন চাইবে না ফিরতে

বাঙালি মানেই ভোজন প্রিয়। বাঙালি মানেই ভ্রমণ পিপাসু। হাতে একদিন দুদিনের ছুটি পেলেও এদিক ওদিক ঘুরতে বেরিয়ে পড়েন বাঙালিরা। তবে এ বাঙালির সবচেয়ে বেশি পছন্দের জায়গা দীঘার সমুদ্র। কখনো আবার জগন্নাথ দেবের টানে তারা ছুটে যান পুরী। আর যারা ভালবাসেন পাহাড় তাদের জন্য রয়েছে দার্জিলিং। আসলে বাঙালি বিশ্বাসী ‘দিপুদা’-তে। তবে এর বাইরেও কিন্তু একটা সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ রয়েছে। হাতে একটু বেশি ছুটি পেলে ছুটে যাওয়াই যেতে পারে সেখানে। কোথায় যাবেন? সেই হদিস রইল আজকের প্রতিবেদনে।

বন্ধু কিংবা প্রেয়সীর সঙ্গে একা সময় কাটাতে ভালবাসেন অনেকেই। দীঘার ভিড়ভাট্টা মোটেই পছন্দ নয় তাদের। আর সে কারণেই বারে বারে তারা ছুটে যান অফবিট ডেস্টিনেশনে। আজকের প্রতিবেদনেও কিন্তু রইলো তেমনই একটি জায়গার হদিস। মন জুড়ানো প্রাকৃতিক পরিবেশ আর পাহাড়ের হাতছানি মুহূর্তের মধ্যেই দূর করে দেবে সমস্ত ক্লান্তি। মাত্র দু পা এগোলেই পৌঁছে যাওয়া যাবে এই মিনি সুইজারল্যান্ডে।

এখানেই যেন রয়েছে স্বর্গ। একেবারে ছবির মতো সুন্দর পাহাড় ঘিরে রয়েছে গোটা এলাকা। অপূর্ব প্রকৃতির টানে বহু পর্যটক ঘুরতে যান সুইজারল্যান্ডে। তবে অনেকের ইচ্ছে থাকলেও পকেটের কথা চিন্তা করে যেতে পারেন না। তাদের জন্য ব্যতিক্রম হতে পারে এই জায়গা। এখানে এলেই সুইজারল্যান্ড ভ্রমণের অনুভূতি পাবেন পর্যটকেরা। উত্তরাখণ্ডের এই ছোট্ট পাহাড়ি গ্রামের নাম চোপতা (Chopta)।

উত্তরাখণ্ডের কথা বললে প্রথমেই মাথায় আসে হরিদ্বার কিংবা চার ধামের মতো জায়গার কথা। তবে আমাদের দেশের উত্তরের এই রাজ্যে রয়েছে অপূর্ব প্রকৃতির শোভা। তেমনই একটি জায়গা হল চোপতা (Chopta)। পাহাড়ি এই গ্রামে খুব একটা ভিড় না হওয়ায় প্রেয়সীর সঙ্গে সহজেই একান্তে কাটানো যাবে সময়। বছরের যেকোনো সময় ঘুরতে যাওয়া যেতে পারে এই গ্রামে। তবে অক্টোবর মাস থেকে এই গ্রামের সৌন্দর্য বহু গুণ বেড়ে যায়।

এখান থেকে ত্রিশূলন্দা দেবী এবং চৌখাম্বা একসঙ্গে দেখা যায়। 2,680 মিটার উচ্চতায় অবস্থিত এই উপত্যকা। এখান থেকে হিমালয় শৃঙ্গগুলির দিকে তাকালে মনে হবে হীরের মতো চকচক করছে সেগুলি। এছাড়াও এখানে গেলেই দেখা যাবে দেবদারু এবং রডডেনড্রন, ম্যাপেলের জঙ্গল। উখি মঠ থেকে খুব সহজেই গাড়ি করেই পৌছে যাওয়া যাবে পাহাড়ি এই গ্রামে। এছাড়াও হরিদ্বার থেকেও যাওয়া যেতে পারে চোপতা। এবারের পুজোর ছুটি কাটুক অফবিট এই ডেস্টিনেশনে।