Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Offbeat

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন এই দুর্দান্ত জায়গা থেকে

একঘয়ে কাজের পরে একটু ঘুরতে যেতে পারলে যেন জীবনের সব সুখ সেখানেই পাওয়া যায়। এই তীব্র গরমে সকলে ঠান্ডার জায়গাই বেছে নেন ঘুরতে যাওয়ার জন্য। অনেকে আবার ভালোবাসেন ট্রেক করতে। কিন্তু ট্রেক করার সাথে সাথেই নিজের শরীরের খেয়াল রাখাও জরুরি। যাদের শারীরিক সক্ষমতা নেই তাদের এই শখ থেকে দূরে থাকাই ভালো। আর ট্রেক বললেই এখন প্রথমেই মনে আসবে অফবিট জায়গা বারসি রডোডেনড্রন অভয়ারণ্য-র। সম্পূর্ণ ট্রেক করে আপনাকে অনেকটা পথ কিন্তু উপরে উঠতে হবে। সিকিমের এই সৌন্দর্যে মোরা অভয়ারণ্য দেখতে এখন দেশ নয় বিদেশ থেকেও মানুষ ভিড় জমান। সেই কারণেই আজ আপনাদের সিকিমের বিখ্যাত বারসি রডোডেনড্রন অভয়ারণ্যর একটা ভ্রমণ করিয়ে আনবো এই প্রতিবেদনের মাধ্যমে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন এই দুর্দান্ত জায়গা থেকে

কলকাতা বা অন্য কোনো জায়গা থেকে সেখানে যেতে হলে প্রথমে আপনাকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গাড়ি ভাড়া করে নিয়ে গ্যাংটক পৌঁছাতে হবে। সেখানে অবশ্যই একটা দিন কাটাবেন। এবার সেখান থেকে বারসি রডোডেনড্রন অভয়ারণ্য যাওয়ার জন্য আপনাকে ১৩০ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে গাড়িতে। তবে ট্রেক করার জন্য অনেক আগে থেকে আপনাকে কিন্তু পায়ে হাঁটা শুরু করতে হবে। দেনটাং , সরেঞ্জ এবং হিল্লেই এই কয়েকটি বিশেষ পয়েন্ট পেরিয়ে তারপরে যেতে হবে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন এই দুর্দান্ত জায়গা থেকে

বছরের এপ্রিল থেকে মে মাসে এই জায়গায় ঘুরতে যাওয়ার ধুম থাকে সবথেকে বেশি। কারণ এই সময়েই তো চোখ জোড়া সেইসমস্ত সিনেমায় দেখার মতো ফুল পাওয়া যায়। একসাথে ৩৮টি জাতির রডোডেনড্রনের মধ্যে ১৯টি রকমের ফুল সিকিমের এই অভয়ারণ্য পাওয়া যায়। এই কারণেই হয়তো শুধু সিকিমেই রয়েছে এমন একটি রডোডেনড্রন অভয়ারণ্য। এছাড়াও বিশ্বের যে সব স্থানে রডোডেনড্রন পাওয়া যায় তার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সিকিম আর এশিয়া মহাদেশের মধ্যে প্রথম স্থানে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন এই দুর্দান্ত জায়গা থেকে

এই অভয়ারণ্য তে শুধুমাত্র ফুল পাওয়া যায় এটা ভাবা কিন্তু ভুল হবে। ফুলের পাশাপাশি পাখি এবং রেড পান্ডার দেখা পেয়ে যাবেন। প্রতিবছর সিকিম সরকার নিয়ম করে রডোডেনড্রন ফেস্টিভ্যাল চালু করেছেন। সকালে ঘুম থেকে উঠে রডোডেনড্রনের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা কার্যত সবকিছুকে হার মানাতে বাধ্য। এই জায়গার আশেপাশে বেশ কয়েকটি রিসর্ট গড়ে উঠেছে সেখানে চাইলে রাত কাটাতে পারবেন। তবে মনে রাখবেন শারীরিক ভাবে অসুস্থ ব্যক্তিরা কোনোভাবেই ট্রেক করে এত উপরে ওঠার চেষ্টা করবেন না। সিকিম সহ বারসি রডোডেনড্রন অভয়ারণ্য ঘুরতে আপনাদের মাথাপিছু ৭০০০ টাকা মতো খরচ হবে।

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে অবশ্যই ঘুরে আসুন এই দুর্দান্ত জায়গা থেকে