একঘেয়ে দীঘা-পুরী ঘুরে ক্লান্ত! অল্প টাকায় ঘুরে আসুন এই জায়গা থেকে, পাবেন অপার শান্তি

বঙ্গোপসাগরের তীরে ঘুরতে যেতে কার না মন চায় বলুন তো? বঙ্গপোসাগর বললেই তো মনে আসবে দীঘা কিংবা পুরী। তবে ওড়িষ্যায় একাধিক দুর্দান্ত সি-বিচ আছে যেখানে আপনি ঘুরে আসতে পারেন। যাবেন নাকি তারই মধ্যেকার দুর্দান্ত একটি বিচে। চিরাচরিত দীঘা কিংবা পুরী থেকে বেশ অনেকটাই আলাদা সেই জায়গা। ঘন নীল সমুদ্র, সবুজ বনাঞ্চল এবং সোনালী বালুকাবেলা নিয়ে তৈরী একটি দুর্দান্ত জায়গা এই আর্যবল্লি সমুদ্র সৈকত। তাহলে চলুন আজ এই ছবির মতো শহর থেকে আপনাদের বাড়ি বসে ঘুরিয়ে নিয়ে আসি।
অবস্থান – ওড়িষ্যা রাজ্যের বেরহামপুর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত আর্যবল্লি সৈকত। ভুবনেশ্বর থেকে ১৪৮ কিলোমিটার দূরে অবস্থিত আর্যপল্লীর। ম্যাপে দেখলে একদম নিচের দিকে পশ্চিমবঙ্গের সীমানার কাছেই আছে এই স্থান।
কিভাবে যাবেন – প্রথমে ট্রেনে আপনাকে বেরহামপুর স্টেশনে নামতে হবে। চেন্নাইগামী যে কোনো ট্রেনে উঠলেই সেটা পেয়ে যাবেন। সেখান থেকে ২২ কিলোমিটার পথ গাড়ি বা বাসে যেতে হবে। বিমানে গেলে ভুবনেশ্বর থেকে বেশ অনেকটা পথ। ১৪৮ কিমি যেতে আপনার ৫ ঘন্টার থেকেও বেশি সময় লাগবে।
থাকার ব্যবস্থা – বেশ কিছু হোটেল ও রিসর্ট আছে। আপনি চাইলে সেখানেই থাকতে পারবেন। আগে থেজে অনলাইনে বুকিং করে রাখলে সহজ হবে। থাকা ও খাওয়া মিলিয়ে বেশ ভালো প্যাকেজ পেয়ে যাবেন।
কি কি দেখবেন –
- এটি মূলত একটি শান্ত, নৈসর্গিক, আকর্ষণীয় সি-বিচ।
- সোনালি বালির উপর খালি পায়ে হেঁটে সমুদ্রের দিকে এগিয়ে যেতে আপনার এক অন্যরকম ভালো লাগবে।
- সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময়গুলি সি বিচের পাশে বসিয়ে কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারবেন।
- এই জায়গা থেকেই আপনি ১৩ কিমি দূরে গোপাল পুর বিচ ঘুরে আসতে পারেন। সাথেই পোর্টগড় দুর্গ, তারাতারিণী মন্দির, মা বৈরবী মন্দির, চিল্কা হ্রদ এসব জায়গা ঘুরে দেখতে পারবেন।
খরচ – এই ভ্রমণে আপনার মাথাপিছু খরচ খুব একটা বেশি হবে না। বিমানে গেলে সেক্ষেত্রে খরচ একটু বেশি হবে। নাহলে সেটা ৫০০০ টাকার মধ্যে হয়ে যাবে।