Offbeat
Tour : চাঙ্গা হবে শরীর ও মন! পুরী-দীঘা ভুলে ঘুরে আসুন ‘Alibaug Beach’ থেকে, গেলে মন চাইবে না ফিরতে

ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য মহারাষ্ট্র। প্রচুর জনবহুল হবার কারণে দেশের দ্বিতীয় জনবহুল রাজ্য হিসাবে চিহ্নিত হয়েছে। দেশের সবথেকে বড়ো শহর মুম্বাই যখন সেই রাজ্যে অবস্থিত তখন নতুন কিছু তো থাকবেই। এই রাজ্যে ভ্রমণের জায়গা কম নেই। বর্ষার সময়ে প্রচুর মানুষ মহারাষ্ট্রর সৌন্দর্যে ঘুরতে যেতে চান। তেমনই একটি বিশেষ জায়গা হলো আলিবাগ সমুদ্র সৈকত। আজ সেই স্থানের সম্পর্কেই আপনাদের জানাবো।
- অবস্থান – মুম্বইয়ের কাছেই রয়েছে আলিবাগ সমুদ্র সৈকত। ভারতের পশ্চিম উপকূলের মহারাষ্ট্রের রায়গড় জেলায় অবস্থান করে এই সৈকত।
- কিভাবে পৌঁছাবেন – আলিবাগ পৌঁছাতে হলে ট্রেনে আপনাকে যেতে হবে কাছের স্টেশন পানভেল ও রোহা। সেখান থেকে ৬০ কিলোমিটার ও ৬৫ কিলোমিটার দূর পথ সহজেই চলে যেতে পারবেন। বিমানে যেতে গেলে মুম্বাই বিমানবন্দর হয়ে ১০০ কিলোমিটার পথ গাড়িতে যেতে হবে।
- কোথায় থাকবেন – আলিবাগ সৈকতে বিভিন্ন হোটেল ও থাকার ব্যবস্থা আছে। সেখানে খাওয়ার ব্যবস্থাও দুর্দান্ত। রাস্তার পাশেই একাধিক রেঁস্তোরা আছে। সামুদ্রিক মাছ থেকে মহারাষ্ট্রের বিখ্যাত খাবার সব কিছুই পাবেন এখানে।
কি কি দেখবেন –
- আলিবাগের কাছে বিশেষ দেখার স্থান হচ্ছে বিক্রম বিনায়ক মন্দির।
- ১৬ শতকের শিবাজী মহারাজের একটি নৌ সামরিক ঘাঁটি হিসাবে তৈরী করেছিলেন।
- কিহিম সৈকত, আলিবাগ থেকে বেশ খানিকটা দূরে। তবে সকলেই সেখানে ঘুরতে যান।
- নগাও সমুদ্র সৈকত, মুরুদ জাঞ্জিরা কেল্লা ঘুরে দেখতে ভালো লাগবে।
- ওয়াটার স্পোর্টস বিশেষ উল্লেখযোগ্য। স্কুবা ডাইভিং, কলা বোট রাইড, জেট স্কেটিং ইত্যাদি বহু উল্লেখযোগ্য তাই সেগুলি অবশ্যই করে দেখবেন।
কখন যাবেন – এই স্থান পরিদর্শনের জন্য সর্বদা ভালো। তবে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে যেতে পারেন। সেই সময় আবহাওয়া খুব মনোরম থাকে।
খরচ – ১০,০০০ টাকা খরচ করলেই এই আলিবাগ ঘুরতে পারবেন।