Offbeat

আর নয় একঘেয়ে দীঘা-পুরী! ছুটি নিয়ে ঘুরে আসুন কাছের এই সী বীচ থেকে

কোথায় ঘুরতে যাবেন? সাথে সাথেই পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি বলে উঠলেন ‘বাগা বিচ’। সেটা আবার কোথায়? দীঘা শঙ্করপুর তো শুনেছি বাগা বিচ বলে কোনো জায়গা আছে নাকি। অবশ্যই আছে। কিন্তু কোন জায়গায় সেটা আমিও জানি না। ঠিকই পড়ছেন ভারতের গোয়া রাজ্যে অবস্থিত উত্তর গোয়ার এই বিখ্যাত সমুদ্র সৈকত হলো ‘বাগা’। কার্যত এই বিচে ঘুরতে যাওয়ার স্বপ্ন থাকে প্রতিটি ভারতীয়র। কোথায় অবস্থান না জানলেও চোখ ভরা স্বপ্ন আছে সেখানে পাড়ি দেওয়ার। আলাদা করে নিশ্চয়ই কারণ বলে দিতে হবে না। তাহলে চলুন আজকে সাধের বাগা বিচ আমাদের কলমের মাধ্যমেই ভ্রমণ করে আসা যাক।

কিভাবে যাবেন – ট্রেনের রাস্তা বেশ লম্বা। কলকাতা থেকে থিভিমে পৌঁছাতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে যেতে হবে বাগা বিচ। আবার ভাস্কো দা গামা ট্রেন স্টেশন হয়েও যেতে পারেন। আপনার গন্তব্য থেকে তার দূরত্ব প্রায় ৪২ কিমি। মদগাঁও ট্রেন স্টেশন থেকে ৫০ কিলোমিটার দূরে এই স্টেশন হয়েও যেতে পারেন। ডাবোলিম বিমানবন্দরটি একমাত্র গোয়ার বিমানবন্দর। সেখান থেকে বাগা সমুদ্র সৈকতের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার।

কোথায় থাকবেন – গোয়াতে থাকার কথা কাউকে আলাদা করে বলে দিতে হয় না। নিজের বাজেটের কথা মাথায় রেখে হোটেল খুঁজে নিন। এখানে এমন কিছু হোটেল আছে যা প্রতি রাতে ১ লক্ষ টাকা পর্যন্ত চার্জ করে থাকে। তাই কোন হোটেলে থাকবেন তা সম্পূর্ণ আপনার ব্যাপার।

বাগা ও তাঁর আশেপাশে ভ্রমণ –

  • আপনি সৈকত দিয়ে হাঁটতে পারেন। ৩ কিলোমিটার এই সৈকত হাঁটলে আপন ককজন যে হারিয়ে যাবেন বুঝতে পারবেন না। অ্যারোমা থাই ডে স্পা, ওরা রিজেনিসিস স্পা এগুলি খুবই বিখ্যাত। তাই রিলাক্স করতে চাইলে অবশ্যই করতে পারেন।
  • বাম্পার বোট, কলা নৌকো চালা, জেট স্কি, ওয়াটার স্কুটার, ডলফিন ক্রুজ এবং প্যারাসেইলিং মতো একাধিক জলের খেলা আছে। খরচ হবে বেশ তবে জীবনে একবার এক্সপেরিয়েন্স তো করাই যায়।
  • বাগা বিচের নাইট লাইফ সবথেকে চমকপ্রদ। যে কারণে সকলেই এখানে যে কটা দিন থাকে উপভোগ করে।
  • বগা সৈকত পর্যটক ক্রেতাদের এর একচেটিয়া শপিং সেন্টারগুলির সাথে একটি উপভোগযোগ্য অভিজ্ঞতা দেয়। ম্যাকির নাইট বাজারে আপনাকে কেনাকাটা করার দারুণ সুযোগ পাবে।

খরচ – এই প্রতিবেদনে আমরা আপনাদের কোনো খরচের অংক বলবো না। কারণ আপনারা নিজেদের মতো করে ঘুরবেন। আর তারপরে প্রতিবেদনের নিচে এসে জানাবেন ঠিক সেই খরচের পরিমান।