ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! ছুটি নিয়ে ঘুরে আসুন দুর্দান্ত এই জায়গা থেকে

গোয়া রাজ্যে একাধিক বিচ আছে। সেই কারণে মানুষের আকর্ষণ এই রাজ্যের প্রতি দিন দিন বেড়ে চলেছে। দেশের মধ্যেই বিদেশের মতো মতো করে তৈরী হয়েছে এই রাজ্যে। ভারতের সবথেকে ক্ষুদ্র রাজ্য হলেও যেখানে দেশ থেকে বিদেশের মানুষ ছুটি কাটানোর জন্য আসেন। সেখানে রয়েছে ক্যাসিনো থেকে নাইট ক্লাব, ফাইভ স্টার হোটেল থেকে বিভিন্ন মন মাতানো ওয়াটার স্পোর্টস। সেই কারণেই সাধারণ মানুষের কাছে দেশের মধ্যেই এক বিদেশের সেরা ঠিকানা বলা হয়। গোয়ার অন্যতম ও জনপ্রিয় সমুদ্র সৈকত ‘অঞ্জুনা’ সম্পর্কে আজ আমাদের এই প্রতিবেদনে জানাবো।
Location : পাঞ্জিম শহর থেকে আনুমানিক ২১ কিলোমিটার দূরে অবস্থিত আজকের গন্তব্য ‘অঞ্জুনা সমুদ্র সৈকত’।
How To Travel : ট্রেনে গোয়া যেতে হলে আপনাকে শিয়ালদাহ স্টেশন থেকে আমরাবতী এক্সপ্রেস ধরতে হবে। একটি মাত্র ট্রেন এখন কলকাতা থেকে সরাসরি গোয়া যায়। বিমান পথে কলকাতা থেকে ডাবোলিম বিমানবন্দর যা রাজ্যের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে নেমে গাড়ি করে অঞ্জুনা পৌঁছাতে হবে।
Where To Stay : গোয়াতে থাকার কোনোরকমের সমস্যা নেই। কার্যত একাধিক হোটেল আছে। অনেকেই গিয়ে একটু দামি হোটেলে সময় কাটাতে চান। আপনি চাইলে সেই হোটেলও পেয়ে যাবেন। সেই হোটেলে থাকা ও খাওয়া একসাথে প্যাকেজ নিতে পারেন।
Things to do in Anjuna Beach :
- প্রথমেই জানিয়ে রাখি অঞ্জুনা বিচ থেকে ‘ক্রুজ’ রাইড পাওয়া যায়। তাই সেই স্বপ্ন আপনি অনায়েসেই মিটিয়ে নিতে পারেন।
- এই বিচ পার্টি, নাইট ক্লাব ও ওয়াটার স্পোর্টস জন্য বিখ্যাত।
- ‘স্কুবা ড্রাইভিং’ আপনি করতে পারেন তবে দাম কিন্তু বেশ খানিক।
- অঞ্জুনা বিচ ফ্লি মার্কেট ওপর একটি বিখ্যাত জায়গা। প্রতি বুধ এবং শনিবার এই মার্কেট বসে। এখানে আপনি জটিল ভাস্কর্য, বোহো জুয়েলারি, চটকদার টি-শার্ট, টোট ব্যাগ, রঙিন বিছানার চাদর এবং খাঁটি মশলা পেতে পারেন। সন্ধ্যার সময় এই বাজারে ঘোরার মজাই আলাদা।
- বিরাট বড়ো মাছ বাজার আছে। তাই বাঙালির গোয়া ভ্রমণে ‘ভেতো বাঙালি’ তকমা গায়ে জড়াতে কোনো সমস্যা হবে না।
Best Time To Travel: নভেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত আপনি গোয়া ঘুরতে যেতে পারেন। বর্ষার সময়ে এই স্থানে না যাওয়াই সবথেকে ভালো হবে। তবে আপনি যদি কম খরচে ও একটু নিরিবিলি ঘুরতে পছন্দ করেন তাহলে মে-অগাস্ট মাসের মধ্যে যেতে পারেন।
Cost : অঞ্জুনা সমুদ্র সৈকত ভ্রমণে ক্রুজ সহ বিভিন্ন রাইড চড়তে হলে ১৫,০০০ টাকা কিংবা তার থেকেও বেশি খরচ হতে পারে। মাথাপিছু এই বাজেট নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে।