Offbeat

Travel : একঘেয়ে সমুদ্র ঘুরে ক্লান্ত! পুরী-দীঘা ভুলে এবারের যাত্রা হোক ‘Aizawl’, পাবেন স্বর্গ সুখ

ঘুরতে যাওয়ার কথা বললেই বাঙালির প্রথমে মনে পড়ে যায় দীঘা, পুরী কিংবা দার্জিলিং এর কথা। তবে এর বাইরেও যে একটা জগত আছে সেটা যেন ভুলতে বসেছেন বাঙালিরা। দীর্ঘদিনের ক্লান্তি দূর করতে ঘুরে আসা যেতেই পারে ‘হর্ন বিহীন’ শহর আইজল থেকে। শহুরে ব্যস্ততা, গাড়ির হর্নের শব্দ থেকে নিজেকে দূরে রাখতে চাইলে আপনার জন্য একেবারে সেরা ঠিকানা মিজোরামের এই শহর। কীভাবে যাবেন? কোথায় থাকবেন? জেনে নিন বিস্তারিত।

দীর্ঘদিন ধরেই ভারতে চলছে ‘নো হর্ন’ আন্দোলন। পরিবেশবিদরা বারবার বলছেন ‘অকারণে হর্ন বাজানো বন্ধ করুন’। কিন্তু কাজের কাজ হচ্ছে কই? শহরের প্রত্যেকটি মানুষ নিত্যদিন ঘুম থেকে ওঠেন হর্নের শব্দে। ভোর থেকে রাত সর্বক্ষণ বেজে চলেছে ট্রাকের কিংবা চারচাকা গাড়ির হন। বাইক কিংবা স্কুটির ভিড়ে নিত্যদিন ট্রাফিক জ্যামের সমস্যায় পড়তে হচ্ছে শহরের মানুষকে। আর এই সব থেকে মুক্তি পেতে চাইলে কয়েকদিনের ছুটি নিয়ে ঘুরে আসা যেতেই পারে ‘হর্ন বিহীন’ শহর আইজল থেকে।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1132 মিটার উচ্চতায় অবস্থিত আইজল। এটি উত্তর-পূর্ব ভারতের মিজোরাম রাজ্যের রাজধানী। পাহাড় এবং সবুজের হাতছানি খুব সহজেই দূর করে দেবে সারা মাসের ক্লান্তি। এই শহরটি মূলত পরিচিত কৃষি পণ্য এবং জাতিগত হস্তশিল্প ও পোশাকের জন্য।

আইজলে গেলে বেশ কয়েকটি জায়গায় ঘুরে নেওয়া যেতে পারে।

  • ডর্টলাং পাহাড়: আইজলের উত্তর দিকে অবস্থিত এই পাহাড়। এখানকার মনোরম দৃশ্য বেশ পছন্দ পর্যটকদের। যারা একটু রোমাঞ্চকর ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য সেরা জায়গা এটি।
  • রেইক: ঘুরে আসা যেতে পারে রেইক থেকে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 1465 মিটার। মিজোরামে অবস্থিত একগুচ্ছ পাহাড়ের মধ্যে সর্বোচ্চ এটি। এখানে পর্যটকরা পাবেন ট্রেকিং এর সুবিধা।
  • মিজোরাম স্টেট মিউজিয়াম: ঘুরে আসো যেতে পারে মিজোরাম স্টেট মিউজিয়াম থেকে। শহরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত এই জাদুঘরটি। এখানে গেলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পাবেন পর্যটকেরা।

How To Reach : আইজলের নিজস্ব কোনো রেলওয়ে স্টেশন না থাকায় পর্যটকদের যেতে হবে দক্ষিণ আসামের শিলচর পর্যন্ত। এরপর সেখান থেকে সড়ক পথে পৌঁছে যাওয়া যাবে গন্তব্যস্থলে। দূরত্ব প্রায় 170 কিলোমিটার। আকাশপথে যেতে হলে সরাসরি চলে যাওয়া যাবে আইজলে। এর জন্য লেংপুই বিমানবন্দরে যেতে হবে। সবচেয়ে সহজ ভাবে যাওয়া যাবে সড়ক পথে। এর জন্য পর্যটকদের ভরসা রাখতে হবে NH 44 এ।

Time For Visit : বছরের যেকোনো সময় যাওয়া যেতে পারে আইজল। তবে গ্রীষ্মকালে এখানকার পরিবেশ বেশ মনোরম।