Travel : খরচ হবে নামমাত্র! পুজোর ছুটিতে পুরী-দীঘা ভুলে ঘুরে আসুন কাছের এই ৫টি জায়গা থেকে, পাবেন স্বর্গ সুখ

আর মাত্র হাতেগোনা কয়েকটি দিন। তারপরই আসতে চলেছে বাঙালির বড় উৎসব দুর্গোৎসব। আর পুজোর সময় বহু মানুষই ঘুরতে যান। কিন্তু কোথায় ঘুরতে যাবেন তা বুঝতে পারছেন না নিশ্চই? আজকের এই প্রতিবেদনে আপনাদের তেমনই কিছু জায়গায় খোঁজ দেব। চলুন দেখে নেওয়া যাক।
1) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ : আপনি কি সমুদ্র ভালবাসেন? যদি ভালোবাসেন তাহলে বলবো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ পুজোয় ঘোরার জন্য সেরা জায়গা। আপনি এখানে একদিকে যেমন সুন্দর সমুদ্রসৈকত পরিদর্শন করতে পারবেন, তেমনই আপনি লাইমস্টোন গুহা, মহাত্মা গান্ধি মেরিন ন্যাশনাল পার্কও ঘুরে দেখতে পারেন। এছাড়াও স্কুবা ডাইভিং এবং জেট স্কিইং উপভোগ করতে পারেন। এছাড়াও সমুদ্রে নানান অ্যাডভেঞ্চার স্পোর্টও রয়েছে। যা আপনি জমিয়ে উপভোগ করতে পারেন।
2) শ্রীনগর, জম্বু ও কাশ্মীর : কাশ্মীরের রাজধানী হল শ্রীনগর। যা জম্বু ও কাশ্মীরের প্রাণকেন্দ্র। অক্টোবর মাসে শ্রীনগরের সৌন্দর্য্য দ্বিগুন হয়ে যায়। আর তাই সেইসময়ই পর্যটকরা ভিড় জমায়। আপনি যদি শ্রীনগরে যান তাহলে আপনি ডাল লেকের অনেক বিখ্যাত মন্দির ঘুরতে পারবেন।
3) অমৃতসর, পাঞ্জাব : পাঞ্জাবের স্বর্ণমন্দিরের কথা আশাকরি কারোর অজানা নয়। সেপ্টেম্বর-অক্টোবর মাস অমৃতসর ঘুরতে যাওয়ার জন্য উপযুক্ত। অমৃতসরে স্বর্ণ মন্দির ছাড়াও জালিয়ানওয়ালাবাগ, গুরুদ্বার, ওয়াঘা বর্ডার ঘুরে দেখতে পারেন।
4) মহাবালেশ্বর, মহারাষ্ট্র : মহাবালেশ্বর হল পশ্চিমঘাটের শাহদারি রেঞ্জে অবস্থিত এবং মহারাষ্ট্রের অন্যতম বিখ্যাত হিল স্টেশন। একে হিল স্টেশনের রানীও বলা হয়। আপনি অক্টোবরে এই স্থানে যেতে পারেন। এখানকার ক্যাথলিক চার্চ, কনাট পিক, ওয়াটার ফলস সহ আরও অনেক কিছু উপভোগ করতে পারেন।
5) বারাণসী, ইউপি : পর্যটকেরা যেকোনো মাসেই বারাণসী ঘুরতে যেতে পারেন। কিন্তু অক্টোবর মাস হল বারাণসী ঘোরার সেরা সময়। এখানে প্রচুর মন্দির আছে। যেমন-কাশী মন্দির, সংকট মোচন মন্দির, বিশ্বনাথ মন্দির।
তাহলে আর চিন্তা কিসের? পুজোর ছুটিতে ঘুরে আসুন আপনার পছন্দের জায়গা থেকে।