বুদ্ধির খেলা: ৯৯% ব্যর্থ! ছবি দেখে বলুন মুভির নাম কী হবে, বলতে পারলেই আপনি জিনিয়াস

Emoji Puzzle: ছোট শিশুদের কিন্তু খুব তাড়াতাড়ি বুদ্ধি সঞ্চয় হয়। যে কারণে মা বাবারা বিভিন্ন ধরনের খেলা কিংবা পড়াশুনার মধ্যে নিয়োগ করে তাদেরকে। পাঁচ বছর বয়স থেকেই সম্পূর্ণ বুদ্ধির বিকাশ হয়। তাই সেই সময় যদি আপনি দৃষ্টি শক্তি প্রকট করার খেলা খেলাতে পারেন তাহলে চিন্তা নেই। অনায়েসেই আপনার শিশু হয়ে উঠবে বুদ্ধিমান। তবে আজকের ধাঁধা বেশ কঠিন আছে বলা চলে। বুদ্ধি দিয়ে কঠিন ধাঁধার সমাধান করবেন?
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral) হয়েছে একটি ছবি। এই ছবিতে দেখা যাচ্ছে একটি সিংহকে। আর তার পাশে আছে একটি রাজার মুকুট। এই দুইয়ের মাঝে একটি যোগ চিহ্ন দেওয়া আছে। এই সংকেত থেকে আপনাকে একটি সিনেমার নাম বলতে হবে। কি পারবেন তো সেই সিনেমার নাম কি হবে তা বলতে?
আপনার আগে হাজার হাজার মানুষ এটা চেষ্টা করেছেন। কিন্তু শুধুমাত্র ৩% মানুষ সফল হয়েছেন। আপনার জন্য ১১ সেকেন্ড সময় বরাদ্দ আছে। তার মধ্যেই সঠিক উত্তর দিতে হবে। এখন থেকেই কিন্তু সেই সময় শুরু হচ্ছে। উত্তর খুঁজতে শুরু করে দিন সময় চলছে। কি খুঁজে পেয়ে গেছেন উত্তর? আবার কেউ কেউ দিশেহারা হয়ে পাচ্ছেন না উত্তর। বিশেষ চিন্তার কিছু নেই। আপনাকে আমরাই এই প্রতিবেদনের শেষে সঠিক উত্তর জানিয়ে দিচ্ছি।
শুরুতে সিংহের ফটো আছে। সিংহকে ইংরেজিতে বলা হয় ‘LION’। তারপর আছে যোগ চিহ্ন। পাশে আছে একটি রাজার মুকুট। অর্থাৎ যা দেখে বোঝা যাচ্ছে ‘KING’। দুটি জিনিস এক করলে তাহলে সিনেমার নাম হচ্ছে Lion + King = Lion King। বিখ্যাত এই সিনেমাটি অনেকেই দেখেছেন। মজাদার এই ধাঁধার খেলায় কিন্তু প্রচুর মানুষ মেতে আছেন। তবে যাঁরা সহজেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন তাদেরকে জিনিয়াস বলতে কোনো দ্বিধা নেই।