×
Offbeat

Lottery Winning Tips: রাতারাতি হবেন কোটিপতি! অবশ্যই এইভাবে কাটুন লটারি

প্রতিদিন নিয়মিত লটারির টিকিট কাটেন এমন কোটি কোটি মানুষ আমাদের দেশে আছেন। তবে লটারির টিকিট কাটলেই হবে না জানতে হবে বিশেষ কিছু নিয়ম ও টিপস। এই টিপস না জানলে কিন্তু আপনার টাকা কার্যত বৃথা হয়ে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। কিভাবে লটারি কাটবেন, কোন নম্বর গুলো পছন্দ করবেন, কোন সংখ্যা গুলো আপনার জন্য লাকি তাই লটারি টিকিট কাটার আগে আমাদের প্রতিবেদনের এই বিশেষ টিপস গুলি মেনে চলুন।

Lottery Winning Tips: রাতারাতি হবেন কোটিপতি! অবশ্যই এইভাবে কাটুন লটারি -

১) লটারি কাটবেন যখন ১ সংখ্যাটি দিয়ে কাটার চেষ্টা করুন। কারণ সবথেকে বেশি এই ১ সংখ্যার লটারি কিন্তু বেশি লটারি জিতে থাকে। তাছাড়াও বিজোড় সংখ্যা অর্থাৎ ১,৩,৫,৭,৯ এই ধরণের সংখ্যা গুলি প্রথমে পুরস্কার পেয়ে গেলে দ্বিতীয়বার ২, ৪, ৬, ৮ নম্বর দিয়ে টিকিট কাটবেন।

২) লটারি জগতে বিপরীত নাম্বার হলো ১ও৬, ০ও৫, ২ও৭,৩ও৮ ও বিভিন্ন। ২৪ ধরুন আপনার মাঝখানে আছে তাহলে ১ ও ৫ টার্গেট করে লটারি কাটুন।

Lottery Winning Tips: রাতারাতি হবেন কোটিপতি! অবশ্যই এইভাবে কাটুন লটারি -

৩) লটারির শেষ পাঁচ নাম্বারের তিন নম্বরটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়। লটারির মধ্যের সংখ্যা যদি ৭, ৯ থাকে তাহলে শেষে সেই সংখ্যাটিকে এমন ভাবে নির্বাচন করতে হবে যাতে তাদের বিয়োগফল ০,১ হয়।

৪) লটারির শেষের নম্বর কোনোদিন ০ নেবেন না। শেষে ০ যদি কোনো লটারির টিকিটে থাকে তাহলে কাটবেন না। কারণ আপনি আগের পুরস্কার তালিকা ঘাটলেই বুঝবে পারবেন কোনোদিন ০ সংখ্যা দেওয়া লটারি পুরস্কার জেতেনি।

Lottery Winning Tips: রাতারাতি হবেন কোটিপতি! অবশ্যই এইভাবে কাটুন লটারি -

কিন্তু মনে রাখবেন লটারির টিকিট কাটা কিন্তু সবসময়ই ঝুঁকি পূর্ণ। তাই আপনার আর্থিক ক্ষতি হলে Humppy.Com কোনো ভাবেই তার দায় নেবে না। সেই কারণে সবদিক বিচার বিবেচনা করে তবেই লটারি কাটবেন।