Snowfall Kolkata: ‘হয়তো বরফ পড়বে…’, বরফে ঢাকা কলকাতার ছবি ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া

কলকাতার (Kolkata) শীত খুব অল্পদিনের অতিথি। এই অল্পদিনের শীত জমিয়ে উপভোগ করেন শহরবাসী। সেই উপভোগ করতে করতেই কেউ একজন শহরের ছবিতে এডিট করে বরফ ফেলেছেন। সেই বরফ ঢাকা কলকাতার ছবি সোশাল মিডিয়াতে (Social Media) ঘুরছে। কোথাও না কোথাও সেই ছবি নিশ্চয়ই চোখে পড়েছে আপনার।
কলকাতার বরফে ঢাকা ছবি দেখে শহরবাসী একদিকে যেমন অবাক হয়েছেন অন্যদিকে তেমনি কারো কারো মনে হয়েছে সত্যিই যদি এমন হয় তাহলে বেশ হত। আসলে কলকাতার মানুষ তো বরফ দেখতে দূর পাহাড়ে যেতেই অভ্যস্ত। তার স্বাদ যদি ঘরে বসে পাওয়া যেত সেই কল্পনায় ভাসতে শুরু করেছেন কেউ কেউ।
কারো কারো মনে হয়েছে কলকাতায় বরফ পড়া (Snowfall In Kolkata) কি সত্যিই কোনদিন সম্ভব হবে? এই প্রশ্নের উত্তর দিতে পারেন আবহাওয়াবিদরা। তাঁরা বলছেন, এটা এক্ষুনি সম্ভব না হলেও ভবিষ্যতে কখনো এমন হলে সত্যিই আশ্চর্য হওয়ার কিছু নেই। আসলে পৃথিবীর নিজস্ব একটা নিয়ম আছে। সেই নিয়ম অনুসারে একটা নির্দিষ্ট সময় পরে পরে বরফে ঢেকে যায় পৃথিবী। এই হিমযুগের দিকেই আসলে এগোচ্ছি আমরা।
আবহাওয়াবিদ ড. সুজীব কর বলেন, “আমরা আসলে বিশ্ব উষ্ণায়নের (Global Warming) চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি। এবার আমরা গ্লোবাল কুলিংয়ের দিকে যাচ্ছি। আজ থেকে বহু বহু বছর আগে ভারতের তামিলনাড়ু পর্যন্ত বরফাবৃত হয়েছিল। শেষ পর্যন্ত কিন্তু শীতের প্রবণতাই বাড়বে। বিশ্ব উষ্ণায়ন (Global Warming) যেদিকে যাচ্ছে, তাতে আগামী ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে কলকাতায়।”