Offbeat

Knowledge Story : গিরগিটি কেন রং পাল্টায়? উত্তর দিতে গিয়ে মাথায় হাত বুদ্ধিমানদের

গিরগিটির রং বদলের কথা আমরা আশাকরি সকলেই জানি। গিরগিটির রং কখনও সবুজ, কখনও নীল, আবার কখনও হলুদ। যেকোনো সময়েই গিরগিটি তার নিজের রং বদল করতে পারে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন গিরগিটি কেন রং বদলায়? আর কিভাবেই বা বদলায়? অনেকের কাছেই উত্তর জানা থাকলেও অনেকের কাছেই আবার অজানা। তবে আজকের এই প্রতিবেদনে আমরা সে বিষয়েই বিস্তারিত আলোচনা করবো।

গবেষকদের মতে চামড়ার ঠিক নীচে থাকা ছোট্ট স্ফটিক ‛আইরিডোফোরস’-এর কারণেই গিরগিটি রং বদলাতে পারে। গিরগিটি যখন উত্তেজিত হয় তখন আপনা আপনি এই স্ফটিক গুলো সংকুচিত ও প্রসারিত হতে থাকে। আর সেই কারণেই বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর প্রতিফলন হয়। তবে, হ্যাঁ এই স্ফটিকগুলো কিছু নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোই প্রতিফলিত করে।

আর এই স্ফটিকের আকার ও তার অবস্থানের ভিন্নতার কারণেই ভিন্ন ভিন্ন রংয়ের সৃষ্টি করে। তবে, এদের রূপ জাহির করারও কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে। আর সেই কারণ জানলে অবাক হবেন আপনিও। আসলে সাধারণত একটি ছেলে গিরগিটি আরেকটি ছেলে গিরগিটিকে ভয় দেখাতেই নিজের রূপ জাহির করে থাকেন। আর তাই ক্ষণে ক্ষণে রং পাল্টাতে থাকেন।

তাহলে, জেনে গেলেন নিশ্চই গিরগিটি কেন রং বদলায়। এমন আরও অনেক অজানা তথ্য জানতে চোখ রাখুন Humppy-এর পাতায়।