Offbeat

GK Question : আমাদের দেশের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? অধিকাংশ মানুষই জানেন না!

আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ একটি অজানা তথ্য। আমাদের দেশের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? ৯৯% মানুষই জানেন না এর উত্তর! আপনি কি জানেন?

আজ 15 ই অগাস্ট। অর্থাৎ স্বাধীনতা দিবস। অতিক্রান্ত হল 76 তম স্বাধীনতা দিবস। গোটা দেশ জুড়ে উড়লো জাতীয় পতাকা। তবে এই যে জাতীয় পতাকা বছরের পর বছর ধরে আমরা বিশেষ এই দিনে উত্তোলন করে চলেছি, কিন্তু এর ইতিহাসটা কী জানেন? কে প্রথম তৈরি করেছিল জাতীয় পতাকার নকশা? কোথায় প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করা হয়? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে স্বাধীন ভারতের কাহিনী। 1947 সালের 15 অগাস্ট ব্রিটিশ রাজের হাত থেকে মুক্তি পেয়েছিল আমাদের দেশ। ‘কত প্রাণ হলো বলিদান’ এই গান বারবার আমাদের মনে করিয়ে দেয় বিশিষ্ট সেই মানুষদের কথা যারা দেশের জন্য হাসতে হাসতে বিসর্জন দিয়েছেন নিজেদের প্রাণ। যদিও জানলে হয়তো অবাক হবেন যে, দীর্ঘ সময় ভারতের কোনো নির্দিষ্ট পতাকা ছিল না। 1921 সালে মহাত্মা গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসের বৈঠকে দেশে নির্দিষ্ট জাতীয় পতাকার প্রস্তাব পেশ করা হয়।

ইতিহাস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, 1883 সাল থেকে মোট 17 বার পরিবর্তন করা হয়েছে ভারতের জাতীয় পতাকা। শুরুর দিকে একেবারেই আলাদা ছিল জাতীয় পতাকা। পরীক্ষা-নিরীক্ষা করার জন্য কখনো লাল হলুদ কখনো আবার সবুজ রং ব্যবহার করা হয়েছে যদিও পরবর্তীতে পতাকার ডিজাইন করেছিলেন পিঙ্কালি ভেঙ্কাইয়া

1921 সালের 1 এপ্রিল বিজয়ওয়াড়া শহরে মহাত্মা গান্ধীর কাছে জাতীয় পতাকার নকশা উপস্থাপন করেছিলেন পিঙ্কালি ভেঙ্কাইয়া। জাতীয় পতাকায় রয়েছে তিনটি রং। ওপরে গেরুয়া, মাঝে সাদা এবং নিচে সবুজ। এই তিনটি রংয়ের আলাদা আলাদা অর্থ রয়েছে। গেরুয়া রং ত্যাগের প্রতীক। সাদা রং শান্তির প্রতীক এবং সবুজ রং বিশ্বাস ও প্রগতির প্রতীক।

যদিও পিঙ্কালি ভেঙ্কাইয়া জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন ঠিকই কিন্তু 24 টি দণ্ড যুক্ত অশোক চক্র তৈরি করেছিলেন মিসেস সুরাইয়া বদর উদ্দিন ত্যাবি। যদিও ইতিহাসের পাতায় সেভাবে উল্লেখ নেই তাঁর নাম। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রথম ভারতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল মহানগরী কলকাতার পার্সিবাগান স্কোয়ারে।