Offbeat

Knowledge Story : ভারতের কোন গ্রামে সবার আগে সূর্যোদয় হয়? ৯৯% মানুষই জানেন না!

সত্যিই যদি জীবন উপলব্ধ করতে হয় তাহলে দেখতে হবে সূর্যোদয়। না, একথা আমরা বলছি না। এ কথা বলে গেছেন আমেরিকান লেখক জ্যাকনেট ওয়ালস। তাঁর একটি বইতে তিনি লিখেছেন, “আপনি যদি ঈশ্বরের ভালবাসা উপলব্ধি করতে চাইছেন তাহলে কেবলমাত্র সূর্যোদয় দেখুন”। ছোট থেকেই আমরা সকলেই শুনে এসেছি যে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠলে মন এবং শরীর দুই থাকে তাজা। তবে বর্তমানের কর্মব্যস্ততায় সেটা আর হয়ে ওঠেনা।

আধার কাটিয়ে তুলতে ভোরের আকাশে ফুটে ওঠে সূর্য। স্নিগ্ধ কুসুম বিচ্ছুরণ, এর চেয়ে ভালো উপমা হয়তো আর কিছু হতেই পারেনা। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ছুটে যান দীঘা কিংবা পুরীর মতো সমুদ্র সৈকতে। ভোরবেলা সমুদ্র তট থেকে সূর্যোদয় দেখতে ব্যাকুল হয়ে পড়েন সাধারণ মানুষ। অনেকেই আবার কাঞ্চনজঙ্খায় গিয়ে অধীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন কখন আকাশের গায়ে চিত্র বিচিত্র রূপ ফুটিয়ে তুলবে ভোরের সূর্য।

রবির এরূপ দেখতে এমন এক গ্রামে যদি পৌঁছে যাওয়া যায় যেখানে ভারতের প্রথম সূর্যোদয় হয়, বিষয়টা কিন্তু রোমাঞ্চকর হবে বৈকি। তবে তার আগে জানতে হবে আমাদের দেশের কোন গ্রামে সবার আগে আকাশে দেখা মেলে সূর্য্যি মামার। আজকের প্রতিবেদনে রইল বিস্তারিত।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1,240 মিটার উঁচুতে রয়েছে এই গ্রাম। নদী এবং পাহাড়ে ঘেরা ছোট্ট ছবির মতো এই গ্রামটির নাম ডং। অরুণাচলের অ্যাঞ্জয় অবস্থিত এই গ্রাম। চীন এবং মায়ানমারের মধ্যবর্তী স্থানে অবস্থিত হলেও এর রূপের কিন্তু কমতি নেই। ব্রহ্মপুত্রের উপনদ লোহিত এবং সতীর সংগমস্থল বাড়িয়ে তুলেছে ডং নামক ছোট্ট এই গ্রামের সৌন্দর্য।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভারতের প্রথম সূর্যোদয় হয় এই গ্রামে। প্রথমবার এই তথ্য প্রকাশ্যে আসে 1999 সালে। সূর্যোদয় দেখার জন্য পর্যটকদের পৌঁছে যেতে হয় 8 কিলোমিটার ট্রেক পাহাড়ের পিছনে। সূত্রের খবর, দেশের অন্যান্য জায়গার তুলনায় 1 ঘন্টা আগে সূয্যি মামার দেখা মেলে এই গ্রামে। শীতকালে ভোর 5.54 মিনিটে সূর্যোদয় হয় এখানে।