Knowledge Story : কি সেই জিনিস যা না ভেঙে ব্যবহার করা যায় না? উত্তর দিতে গিয়ে মাথায় হাত জিনিয়াসদের

জ্ঞানের পরিধি অতল সমুদ্র সমান। যার কিনারা খুঁজে পাননি মুনি-ঋষিরাও। তাই প্রতিটি মানুষ জ্ঞান বৃদ্ধির তাগিদে হাজার অজানাকে জানতে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে চলেছে। আবার অনেকে এই অজানাকে জানতে এবং নিজেকে জ্ঞানসমৃদ্ধ করে তুলতে খামতি রাখছেন না চেষ্টার। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে তা আরও সহজ হয়ে উঠছে।
জ্ঞান সমৃদ্ধ মানুষ হতে গেলে দরকার প্রচুর পরিমাণ সাধারণ জ্ঞানের। উনিশের দশক কিংবা বিংশ শতাব্দীর প্রথম দিকে ছাত্র-ছাত্রীদের পাঠ্যসূচিতে সাধারণ জ্ঞানের পাঠ অন্তর্ভুক্ত থাকলেও বর্তমানে আর সেই সব প্রশ্ন নিয়ে সেভাবে হয় না আলোচনা। আর এতেই সমস্যা বাড়ছে বর্তমান প্রজন্মের। আসলে বর্তমানে সাধারণ জ্ঞান সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করা হয়ে থাকে চাকরির পরীক্ষাতে।
পড়াশোনা শেষ করেই চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন বর্তমান প্রজন্ম। কেউ কেউ পাচ্ছেন চাকরি কেউ কেউ আবার পাচ্ছেন না। আসলে চাকরি পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তোলা ভীষণ জরুরি। পাঠ্য পুস্তকের পাশাপাশি তাই ভরপুর থাকতে হবে সাধারণ জ্ঞান। আপনাদের কথা চিন্তা করে Humppy নিত্যদিন সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়। আজও চলে এসেছি আমরা।
আজকের প্রশ্ন: না ভাঙলে ব্যবহার করা যায় না কোন জিনিস?
নিত্যদিনের জীবনে নানান রকম জিনিস ব্যবহার করি আমরা। এমন অনেক কিছুই আছে যেগুলি ভেঙ্গে দিলে আমরা ফেলে দিতে বাধ্য হই। আবার অনেক সময় গোটা জিনিসকে ভেঙে করতে হয় ব্যবহার। আজকের প্রশ্নটাও কিন্তু সেই বিষয় নিয়ে।
আপনাদের সুবিধার্থে একটু ক্লু দিচ্ছি। দেখুন তো বুঝতে পারেন কিনা। এই খাবারের মধ্যে রয়েছে ভরপুর প্রোটিন। বাচ্চা থেকে বুড়ো সকলেই ভালোবাসেন খেতে। কারো পছন্দ সেদ্ধ কারোর আবার ভাজা। বুঝে গেছেন নিশ্চই। হ্যাঁ ঠিকই চিনেছেন উত্তরটা ডিম।