Offbeat

Knowledge Story : আমেরিকায় একটি সিঙাড়ার দাম কত? জানলে চোখ কপালে উঠবে আপনারও

তেলে ভাজা খেতে ভালোবাসেন না এমন মানুষ বোধহয় ভু ভারতে খুব কমই রয়েছেন। সন্ধ্যা নামলেই সকলের মনে একটু তেলে ভাজা তেলে ভাজা করে। আর ঠিক সেই মুহূর্তেই যদি পাতে পড়ে যায় গরম গরম সিঙাড়া আর চাটনি তাহলে তো কথাই হবে না। এ যেন সোনায় সোহাগা। অনেকের কাছে এটাই সবচেয়ে বড় পাওনা। কেবলমাত্র আমাদের দেশে নয় গোটা বিশ্ব জুড়েই নিজের জায়গা পাকাপাকি করে রেখেছে এই তেলে ভাজা। জানলে হয়তো অবাক হবেন যে বছরের পর বছর ধরে পালিত হয়ে আসছে বিশ্ব সিঙাড়া দিবস। যদিও ভারত তথা বিশ্বের প্রতিটি কোনায় কোনায় এর নাম এবং দাম আলাদা।

তবে কেবলমাত্র সিঙাড়া নয়। সারা বিশ্বে প্রতিটি জিনিসের দাম আলাদা আলাদা। আমাদের দেশ ভারতে যেখানে প্রতিটি জায়গায় 5 টাকা কিংবা 10 টাকা মূল্যে পাওয়া যায় এই জনপ্রিয় তেলেভাজা ঠিক তেমনই বিশ্বের বিভিন্ন জায়গায় এর দাম অবাক করার মতো। জানেন কী আমেরিকাতে একটি সিঙাড়া কিনতে খরচ করতে হয় কত টাকা? জানলে অবশ্য চোখ উঠবে কপালে।

1) 250 গ্রাম পনিরের দাম কত আমেরিকায়?

উত্তর: 250 গ্রাম পনির কেনার জন্য আমেরিকার বাসিন্দাদের খরচ করতে হয় 5 ডলার অর্থাৎ ভারতীয় রুপিতে দেখতে গেলে প্রায় 415 টাকা।

2) কত টাকায় আমেরিকায় বিক্রি হয় কারি পাতা?

উত্তর: আমেরিকায় একটি ছোট কারি পাতার প্যাকেটের দাম 1 ডলার অর্থাৎ 85 টাকা।

3)100 গ্রাম গরম মসলার দাম কত?

উত্তর: 5 ডলার।

4) সাম্বার মসলার দাম কত?

উত্তর: 2 ডলার।

5) একটি সিঙাড়া কিনতে গেলে কত খরচ করতে হয় আমেরিকা বাসিকে?

উত্তর: আমেরিকায় একটি সিঙাড়ার দাম ভারতীয় রুপিতে 320 টাকা।