Unknown Facts : ডিমের সাদা অংশটির নাম কি? ৯৯% মানুষই জানেন না!
আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ একটি অজানা তথ্য। ডিমের সাদা অংশটির নাম কি? ৯৯% মানুষই জানেন না এর উত্তর! আপনি কি জানেন?

চাকরির ইঁদুর দৌড়ে একে অপরকে টেক্কা দিয়ে চলেছে তরুণ প্রজন্ম। আসলে বর্তমানে সকলেই চাইছেন কলেজ পাস করেই স্বাবলম্বী হতে। আর সে কারণেই বাড়ছে চাকরিপ্রার্থীর সংখ্যা। ভালো চাকরি পাওয়ার আশায় সারাক্ষণ বইয়ের মধ্যে মুখ ঢুকিয়ে বসে আছেন বহু তরুণ-তরুণী। তবে সত্যি কী কেবলমাত্র পুঁথিগত বিদ্যা থাকলেই চাকরি পাওয়া যায়? বিশেষজ্ঞরা কিন্তু বলছেন অন্য কথা। তাঁদের মতে, প্রকৃত মানুষের মতন মানুষ হতে গেলে এবং ভালো চাকরি পেতে গেলে পুঁথিগত বিদ্যার পাশাপাশি প্রয়োজন সাধারণ জ্ঞান।
আসলে বর্তমান সময় সরকারি কিংবা বেসরকারি চাকরির আগে ইন্টারভিউ পর্বে প্রাধান্য দেওয়া হচ্ছে সাধারণ জ্ঞানকে। একজন চাকরিপ্রার্থীর বুদ্ধি ঠিক কতটা সেটা বিচার করে নেওয়ার জন্যই এই উদ্যোগ। আর এতেই চিন্তায় পড়ছেন তরুণ তরুণীরা। ছোটোবেলায় কমবেশি আমরা সকলেই সাধারণ জ্ঞানের বই পড়ে থাকলেও বর্তমানে আর সে নিয়ে হয় না চর্চা। আর এতেই চাপ বাড়ছে সকলের। তবে চিন্তা নেই। আপনাদের জন্য নিত্যদিন নানান ধরনের সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে হাজির হই আমরা। আজও চলে এসেছি সময় মতো। তাহলে চলুন বেশ কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তরে চোখ বুলিয়ে নেওয়া যাক।
1) কোথায় জন্মগ্রহণ হয়েছিল গুরু নানকের?
- উত্তর : অমৃতসর
2) কার মুখে প্রথমবার শোনা গিয়েছিল ‘দিল্লি চলো’ স্লোগান?
- উত্তর : নেতাজি সুভাষচন্দ্র বসু।
3) ভারতীয় সংবিধানের জনক কে?
- উত্তর : ডক্টর বি আর আম্বেদকর।
4) কবে সূচনা হয়েছিল ভারতের রেলপথ?
- উত্তর : 1853 খ্রিস্টাব্দে।
5) কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল অসহযোগ আন্দোলন?
- উত্তর : 1920
6) গুড় খেলে কী হয়?
- উত্তর : গুড় খেলে বৃদ্ধি পায় রক্ত।
7) কোন ফল পাকতে সময় লাগে মাত্র একদিন?
- উত্তর : চিকু
8) বলুন তো দেখি ডিমের সাদা অংশকে কী বলে?
- উত্তর : অ্যালবুমেন