Offbeat

Unknown Facts : পৃথিবীর সবচেয়ে বড় নদী কোনটি? ৯৯% মানুষই উত্তর দিয়েছেন ভুল!

আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ একটি অজানা তথ্য। পৃথিবীর সবচেয়ে বড় নদী কোনটি? ৯৯% মানুষই জানেন না এর উত্তর! আপনি কি জানেন?

সাধারণ জ্ঞানের প্রসঙ্গ উঠলেই মনে পড়ে ছোটবেলার কথা। সাধারণ জ্ঞান মানেই হল বিশ্বের নানান প্রশ্নের সংমিশ্রণ। ভূগোল, ইতিহাস থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু ভালোভাবে জানতে হলে নিত্যদিন চর্চা করতে হবে সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে। একটা সময় আমাদের পাঠ্যপুস্তক এর পাশাপাশি সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর পড়ানো হতো বিদ্যালয়ে। যদিও বর্তমানে বদলে গিয়েছে সেই চিত্র। এখন আর সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে সেভাবে তরুণ প্রজন্মরা চর্চাই করে না। আর এতেই বাড়ছে সমস্যা।

জীবনে সফল হতে গেলে প্রয়োজন একটি ভালো চাকরির। আর সেই চাকরি পাওয়ার আগেই মুখোমুখি হতে হয় ইন্টারভিউ পর্বের। সরকারি হোক কিংবা বেসরকারি যেকোনো চাকরির ইন্টারভিউতেই চাকরি প্রার্থীর বুদ্ধির বিচার করার জন্য বেছে নেওয়া হয় সাধারণ জ্ঞান সম্পর্কিত নানান প্রশ্ন উত্তর। বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের জামানায় অনেকেই খুঁজে পাচ্ছেন সাধারণ জ্ঞানের বেশ কিছু প্রশ্ন উত্তর।

অনেকেই মনোযোগ দিয়ে সেগুলি পড়লেও অনেকের কাছে আবার এগুলি কঠিন। সহজে তারা মনে রাখতে পারেন না প্রতিটি প্রশ্নের উত্তর। তবে এগুলিকে যদি গল্পের মতন করে পড়া হয়? তাহলে অবশ্য কিছুটা উপকার পেলেও পাওয়া যেতে পারে। আসলে গল্পের মতো করে কোনো কিছু মনে রাখলে সেটি কোনো দিন ভুলবেন না। যেমন ধরুন, পৃথিবীর বৃহত্তম নদীর নাম কী? এই প্রশ্নের উত্তরটা জানতে হলে সাধারণ জ্ঞান সম্পর্কে নলেজ থাকতে হবে আপনার।

ভাবলেই অবাক হতে হয়, গোটা বিশ্বের মধ্যে মোট 11 টি দেশের উপর দিয়ে বয়ে গেছে এই নদীর জল। এমনকি এই নদীর ধারে গড়ে উঠেছে একাধিক প্রাচীন সভ্যতা। বহু বছর আগে এই নদীর তীরে গড়ে উঠেছিল এক উন্নত নগরকেন্দ্রিক সভ্যতা। যে সভ্যতা আপনার আমার সকলের কাছে মিশরীয় সভ্যতা নামে পরিচিত।

ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি হওয়া এই নদী উত্তরপূর্ব আফ্রিকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর দৈর্ঘ্য প্রায় 6 হাজার 650 কিলোমিটার। আফ্রিকার অর্থনীতি ওতোপ্রোতো ভাবে জড়িয়ে রয়েছে এই নদীর সঙ্গে। আর সে কারণেই এই নদীকে বলা হয় আফ্রিকার অর্থনীতির লাইফ লাইন। হ্যাঁ ঠিকই বুঝেছেন। পৃথিবীর বৃহত্তম নদীর নাম ‘নীলনদ’।