Offbeat

Unknown Facts : ‘হাওয়াই চটি’ তে ‘হাওয়াই’ শব্দের অর্থ কী? ৯৯% মানুষই জানেন না!

ছোটবেলা থেকে কমবেশি সকলেই পাঠ্যপুস্তকের পাশাপাশি বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তরের বই পড়েছি। সাধারণ জ্ঞান মানেই হল বিশ্বের নানান ধরনের প্রশ্নের সংমিশ্রণ। ভূগোল, ইতিহাসের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানতে হলে ভরসা রাখতেই হবে সাধারণ জ্ঞানে। জীবনে প্রতিষ্ঠিত হয়ে ওঠার পেছনে এর ভূমিকা অপরিসীম। চাকরির ইন্টারভিউ হোক কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষা সর্বত্রই প্রাধান্য দেওয়া হয় এ ধরনের প্রশ্ন গুলিকে।

তরুণ প্রজন্মের কথা চিন্তা করে নিত্যদিন Humppy একগুচ্ছ সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়। আজও হল না অন্যথা। অন্যান্য দিনের মতোই আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো একটি সাধারণ জ্ঞানের প্রশ্ন। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক।

আজকের প্রশ্ন : ‘হাওয়াই চটি’ তে ‘হাওয়াই’ শব্দের অর্থ কী?

দৈনন্দিন জীবনে পুরুষ কিংবা মহিলা সকলেই ভরসা রাখেন হাওয়াই চটিতে। সমুদ্রে ঘুরতে যাওয়া হোক কিংবা বাড়িতে ব্যবহারের জন্য বিশেষ উপকারী এগুলি। জল লাগলেও হয় না নষ্ট। সে কারণেই এ ধরনের চটিতে ভরসা রাখেন সাধারণ মানুষ। দেশের বিভিন্ন প্রান্তে এটি পরিচিত চপ্পল নামে। বর্তমানে বাজারে নানান ধরনের রং, ডিজাইন এবং গুণমানের চপ্পল পাওয়া যায়। তবে কখনো ভেবে দেখেছেন বাতাসের সঙ্গে সম্পর্ক না থাকা সত্ত্বেও কেন এর নাম হাওয়াই চটি? সেই উত্তর দেবো আজকের প্রতিবেদনে।

আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে এক ধরনের বিশেষ গাছ পাওয়া যায়। সেই গাছটির নাম ‘টি’। কথিত রয়েছে, এই গাছের রাবার ব্যবহার করেই প্রথমবার তৈরি করা হয়েছিল স্লিপার বা চপ্পল। আর সে কারণেই একে বলে হাওয়াই চটি। অনেক জায়গায় এটি আবার হাওয়াই চপ্পল নামেও পরিচিত।