Knowledge Story : পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কি? অধিকাংশ মানুষই জানেন না! আপনি কি পারবেন উত্তর দিতে?

চাকরির খোঁজে ঘুরে বেড়াচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণ তরুণীরা। আসলে আমাদের রাজ্যের যা হাল তাতে চাকরি পাওয়াই যেন দুঃসাধ্য হয়ে উঠেছে। সরকারি চাকরির আশা ভুলে গিয়েছেন বর্তমান প্রজন্ম। আর তাই বেসরকারি চাকরির দিকে ঝুঁকছেন সকলেই। তবে সরকারি চাকরি হোক কিংবা বেসরকারি। সব ক্ষেত্রেই মুখোমুখি হতে হয় ইন্টারভিউ পর্বের।
বর্তমান সময়ে যেকোনো চাকরির ইন্টারভিউতে কিংবা পরীক্ষায় পুঁথিগত বিদ্যার পাশাপাশি সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে সাধারণ জ্ঞানকে। আসলে চাকরিপ্রার্থীর বুদ্ধি ঠিক কতটা সেটা জানার জন্যই নানান ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন করে থাকেন ইন্টারভিউয়াররা। আর এতেই মাথায় বাজ ভেঙ্গে পড়ছে চাকরিপ্রার্থীদের। ছোটবেলায় আমরা সাধারণ জ্ঞানের নানান বই পড়ে থাকলেও বর্তমানে আর তা নিয়ে হয় না চর্চা। ফলে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কমবেশি সকলকেই। তবে আপনাদের কথা মাথায় রেখে নিত্যদিন সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয় Humppy.com। আজও কিন্তু সময়মতো চলে এসেছি আমরা।
আজকের প্রশ্ন : পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি?
দেশের জাতীয় ফুল কোনটি এই প্রশ্নের উত্তর প্রায় সকলেই জানেন। একটি ছোট্ট বাচ্চাকেও যদি এই প্রশ্নও জিজ্ঞাসা করা হয় তাহলে সে সহজেই উত্তর দিতে পারবে। তবে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি এর উত্তরটা হয়তো অনেকেই জানেন না। এই তথ্যই দেবো আজকের প্রতিবেদনে।
শরৎকালে বেশি ফোটে এই ফুল। রাতে গাছে ফুল ভরে থাকলেও সকাল হতে না হতেই সমস্ত ফুল ঝরে পড়ে। সাদা রঙের এই ফুল দেখতে বেশ সুন্দর। এই ফুলে রয়েছে মিষ্টি গন্ধ। এমনকি নানান গুণাগুনে ঠাসা এই ফুল। ম্যালেরিয়া, কাশি, হালকা জ্বর, আর্থারাইটিস, কৃমির মতো সমস্যা দূর করতে হলে এই ফুলের পাতার রস খাওয়া যেতে পারে। কেবলমাত্র ভারতে নয়, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং পাকিস্তানেরও দেখা পাওয়া যায় এই ফুলের। ঠিকই ধরেছেন। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল বলা হয় শিউলি ফুলকে। অনেকেই আবার এই ফুলকে শেফালী ফুলও বলে থাকেন। এর ইংরেজি নাম Night Flowering Jasmine। বিজ্ঞানসম্মত নাম নিকটেন্থিস অর্বোর ট্রিসটিস (Nyctanthes arbor-tristis)।