Knowledge Story : ‘BRA’-এর ফুল ফর্ম কি? ৯৯% মানুষই জানেন না এর উত্তর!

মহিলা মানেই রকমারি ড্রেসের সম্ভার। নিত্যনতুন ড্রেসে তারা নিজেদের মেলে ধরেন। তবে, এই ড্রেস ছাড়াও মহিলাদের পোশাকের অন্যতম একটি বিষয় হল ব্রা। যাকিনা অন্তর্বাস নামেও পরিচিত। দৈনন্দিন জীবনে মহিলারা ব্রা ছাড়া বাইরে বেরোনোর কথা ভাবতেই পারেনা। আর তাইতো আট থেকে আশি সকলেরই প্রয়োজন অন্তর্বাস। আর ব্রা স্তনকে আরও আকর্ষণীয় করে তোলে।
তবে, এই ব্রা-এর ফুল ফর্ম কি তা জানেন নাকি? আজকের এই প্রতিবেদনে আপনাদের সেই বিষয়েই জানাবো। মূলত শব্দটি আসলে ব্রেসিয়ার (Brassiere)। আর তারই সংক্ষিপ্ত নাম হল ব্রা। আসলে এই ব্রেসিয়ার শব্দটি ফরাসি শব্দ থেকে এসেছে। ১৮৯৩ সালে এক মার্কিন সংবাদপত্রে প্রথম এই শব্দটি ব্যবহার করা হয়। এরপর ধীরে ধীরে অনান্য পত্র-পত্রিকা সহ ম্যাগাজিনে এই শব্দটি ব্যবহার করা হয়।
তবে, এখানেই কিন্তু বিষয়টি শেষ নয়। বছর কয়েকের মধ্যেই অক্সফোর্ড অভিধানে এই ব্রেসিয়ার (Brassiere) শব্দটি জায়গা করে নেয়। এখন মহিলারা ব্রা পরে যতটা সুবিধা পান প্রথমেই কিন্তু এতটা সুবিধা পেতেন না। কেননা শুরুতে কাপের আকার ছিল না। যারফলে মহিলাদের নানান সমস্যায় পরতে হত। তবে, বর্তমানে ব্রা-এর ডিজাইনে অনেক পরিবর্তন এসেছে।
১৯৩০ সালে এসএইচ ক্যাম্প কোম্পানি প্রথমবারের মতো ব্রা-তে কাপের ডিজাইন আনেন। BRA কথাটির ফুল ফর্ম হল ‛Breast Resting Area‘ অর্থাৎ স্তন বিশ্রামের এলাকা। আবার একে বক্ষ বন্ধনীও বলা হয়। তবে, বহু মহিলা আছেন যারা কিনা স্তনের আকার না জেনেই অন্তর্বাস ব্যবহার করেন। যাকীনা একেবারেই উচিত নয়। স্তনের যথাযথ মাপেই অন্তর্বাস ব্যবহার করা উচিত। এমনকি একটা ব্রা ৮ থেকে ৯ মাসের বেশি ব্যবহার করা উচিত নয়।