Offbeat

Unknown Facts : ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় ফুল পদ্ম? ৯৯% মানুষই জানেন না!

আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ একটি অজানা তথ্য। ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় ফুল পদ্ম? ৯৯% মানুষই জানেন না এর উত্তর! আপনি কি জানেন?

সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে কেবলমাত্র পুঁথিগত বিদ্যা থাকলেই চলবে না। কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাধারণ জ্ঞান সম্পর্কেও জানতে হবে খুঁটিনাটি। আসলে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ভীষণ প্রয়োজন সাধারণ জ্ঞান সম্পর্কে বিশদে জানা। এছাড়াও বর্তমান সময়ে সরকারি কিংবা বেসরকারি চাকরির ইন্টারভিউতে সাধারণ জ্ঞান সম্পর্কিত নানান প্রশ্ন করা হয়ে থাকে চাকরিপ্রার্থীদের। আসলে বুদ্ধির বিচার করার জন্যই এহেন প্রশ্ন করা হয়ে থাকে।

 

ছোটবেলায় সাধারণ জ্ঞান নিয়ে নানান রকম আলোচনা চললেও বর্তমানে আর সেভাবে করা হয় না চর্চা। তবে আপনাদের কথা চিন্তা করে Humppy নিত্যদিন একগুচ্ছ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়ে যায়। সেই রেশ বজায় রেখে আজও কিন্তু সময় মতো চলে এসেছি আমরা। তাহলে চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক আজকের প্রশ্নে।

পুকুরের পাঁকে জন্মায় পদ্ম। পাঁকে জন্মালেও হিন্দুদের কাছে এই ফুলের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে মা লক্ষ্মীর মন পেতে এই ফুল দিয়ে পুজো করে থাকেন সাধারণ। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করার সময় এই ফুল নিবেদন করেন হিন্দুরা। এটি আমাদের দেশের জাতীয় ফুল।

আমাদের দেশে বিভিন্ন জায়গায় এই ফুলকে সামনে রেখে তৈরি করা হয়েছে স্থাপত্য। খাবার থেকে ওষুধ সবকিছুতেই রয়েছে এর ব্যবহার। এমনকি পদ্ম ফুলের ডাঁটি অনেকেই স্যালাটের সঙ্গে খেতে ভালোবাসেন। আবার পদ্ম পাতায় খাবার খাওয়ার উপকারিতা রয়েছে অনেক। এমন কি বেশ কিছু দেশে খাবার পরিবেশন করা হয় পদ্ম পাতায়।

ভারত ছাড়াও ভিয়েতনামের জাতীয় ফুল এটি। সে দেশে আলাদাই গুরুত্ব দেওয়া হয় পদ্ম ফুলকে। ভিয়েতনামে বেশিরভাগ জায়গায় জলাজমি ও জঙ্গল থাকায় সে দেশে ব্যাপক হরে উৎপন্ন হয় পদ্মফুল। আর সে কারণেই জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে এটি।