Offbeat

Knowledge Story : ভারত ও বাংলাদেশ ছাড়া আর কোন দেশের জাতীয় ভাষা বাংলা? ৯৯% মানুষই জানেন না!

আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ একটি অজানা তথ্য। ভারত ও বাংলাদেশ ছাড়া আর কোন দেশের জাতীয় ভাষা বাংলা? ৯৯% মানুষই জানেন না এর উত্তর! আপনি কি জানেন?

আপনার মাতৃভাষা কি বাংলা? তাহলে গর্ব হয় নিশ্চয়ই। হওয়ার মতোই কথা। প্রতিটি বাঙালির কাছে এটাই গর্ব। এমনকি আমাদের মাতৃভাষা আবার প্রতিবেশী দেশ বাংলাদেশের জাতীয় ভাষা। তবে জানেন কি এমন এক দেশ রয়েছে যেখানকার সরকারি ভাষাও কিন্তু বাংলা! কোথায় রয়েছে সেই দেশ? জেনে নেওয়া যাক বিস্তারিত।

আমাদের দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান ভাষাভাষীর মানুষ। সবমিলিয়ে সাড়ে ১৯ হাজার ভাষা, উপভাষা এবং স্থানীয় ভাষা রয়েছে ভারতে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল বাংলা ভাষা। আফ্রিকার একটি নাম না জানা দেশের অন্যতম সরকারি ভাষাও এটি। পশ্চিম আফ্রিকার উপকূলবর্তী সেই দেশটির নাম সিয়েরা লিওন (Sierra Leone)। এই দেশটি পরিচিত টাইটানিয়াম এবং বক্সাইট উৎপাদনকারী দেশ হিসেবে।

সালটা 1961। সেই বছর স্বাধীনতা পেয়েছিল আটলান্টিক মহাসাগরের পাশে অবস্থিত ছোট্ট এই দেশ। তবে এই ঘটনার প্রায় 30 বছর পর দেশের সম্পদ নয়ছয় এর প্রতিবাদে শুরু হয় গৃহযুদ্ধ। 2002 সাল পর্যন্ত চলে সেই যুদ্ধ। এই যুদ্ধ থামাতে পদক্ষেপ নিতে বাধ্য হয় রাষ্ট্রসংঘ। সে সময় প্রায় 5300 বাংলাদেশী সৈনিক পিসকর্পের নির্দেশে গৃহযুদ্ধ থামাতে পৌঁছে গিয়েছিলেন সে দেশে। পিসকর্পের এই অবদানের স্বীকৃতি হিসেবে সে দেশে সম্মান জানানো হয় বাংলা ভাষাকে।

তৎকালীন রাষ্ট্রপতি আলহাজ আহমেদ তেজান কাবাহ ‘বাংলা’ ভাষাকে সিয়েরা লিওনের (Sierra Leone) ‘সাম্মানিক সরকারি ভাষা’ হিসেবে স্বীকৃতি দেন। বর্তমানে সে দেশে এমন বহু মানুষ রয়েছেন যারা কথা বলেন এই ভাষাতেই। তাহলে বুঝতেই পারছেন বাংলা ভাষা নিয়ে কিন্তু সত্যিই গর্ব করা উচিত বাঙালিদের।