Offbeat

Unknown Facts : বিবাহিত মহিলারা হাতে চুড়ি পড়েন কেন? ৯৯% মানুষই জানেন না!

আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ একটি অজানা তথ্য। বিবাহিত মহিলারা হাতে চুড়ি পড়েন কেন? ৯৯% মানুষই জানেন না এর উত্তর! আপনি কি জানেন?

নারী মানেই সৌন্দর্য্য। আর নারীকে সুন্দর করে তোলে বিভিন্ন প্রসাধনী। আর সেই জায়গায় নারীদের সাজগোজের প্রধান অঙ্গ হল কাঁচের চুড়ি। অনেকেই আছেন নিজেকে সাজাতে চুড়ি পরে থাকেন। আবার কেউ কেউ সাজের পাশাপাশি তাদের ধর্মীয় কারণেও চুড়ি পড়েন। আমাদের দেশে এমন অনেক ধর্মীয় সম্প্রদায়ের বিবাহিত মহিলারা আছেন যাদের কিনা সাজগোজের অন্যতম প্রধান মাধ্যম হল সিঁদুর।

এছাড়াও নুপুর, কাঁচের চুড়ি, মঙ্গল সূত্র তো রয়েছেই। বিবাহিত মহিলাদের হাতে চুড়ি পড়ার রীতি বৈদিক যুগ থেকে চলে আসছে। তবে, বিবাহিত মহিলারা হাতে কেন চুড়ি পড়েন তা জানেন কি? আজকের এই প্রতিবেদনে সে বিষয়েই বিস্তারিত আলোচনা করবো। বর্তমানে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে হরিয়ালি তিজ উৎসব পালিত হচ্ছে। আর সেখানকারই একজন মহিলাই এ বিষয়ে এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের কাছে কিছু বক্তব্য রেখেছেন।

ওই মহিলা জানিয়েছেন যে, চুড়ি হল স্বামীর দীর্ঘায়ুর প্রতীক। বিবাহিত মহিলারা চুড়ি পড়লে নাকি স্বামীর আয়ু বাড়ে। আর তাই চুড়িকে বিবাহিত মহিলাদের ১৬ টি শৃঙ্গারের মধ্যে অন্যতম একটি শৃঙ্গার হিসেবে গণ্য করা হয়। আর তাই দেবী দুর্গার উদ্যেশে চুড়ি নিবেদন করা হয়। এছাড়াও এই বিষয়ে জ্যোতিষী দীনেশ শর্মা বলেন যে, সবুজ চুড়ি থেকে ভগবান বুধের আশীর্বাদ পাওয়া যায়।

এছাড়াও এ বিষয়ে বৈজ্ঞানিক গুরুত্ব প্রসঙ্গে একজন মহিলা বলেছেন যে, মহিলারা হাতে চুড়ি পড়লে তাদের স্বাস্থ্য ভালো থাকে। এমনকি হার্ট সহ নানান সমস্যা কমে যায়। ক্লান্তি দূর হয়। আর সেই কারণেই মহিলারা নাকি চুড়ি পড়েন। তাহলে জেনে গেলেন নিশ্চই কিভাবে কেন মহিলারা হাতে চুড়ি পড়েন।