Offbeat

মহিলাদের জামায় কেন পকেট থাকে না? জানুন এর পিছনের আসল কারণ

Advertisement
Advertisements

পুরোনো সময়ে শুধুমাত্র পুরুষেরাই শার্ট পরতেন। মেয়েদের জন্য বরাদ্দ ছিল শাড়ি কিংবা সালোয়ার কামিজ। তবে ধীরে ধীরে ফ্যাশন যত বদলেছে ততই পুরুষ কিংবা মহিলাদের মধ্যে ফারাক দেখা যাচ্ছে না। পুরুষদের পোশাক পড়তে সাচ্ছন্দ মহিলারা। তবে এখনও পর্যন্ত কিন্তু মহিলাদের শার্টে কোনো রকম পকেট থাকে না, কিন্তু কেন?

মহিলাদের জামায় কেন পকেট থাকে না? জানুন এর পিছনের আসল কারণ

জামার উপর ছোট একটি পকেট থাকলে পেন থেকে মোবাইল কিংবা অন্যান্য হালকা কাজের জিনিস বেশ রাখতে সুবিধা হয়। যার ফলে আজ নয় অনেক আগে থেকেই শার্টে বুক পকেট রাখার প্রচলন চলে আসছে। তবে মহিলাদের ক্ষেত্রে নিয়মটা একদমই উল্টো। তাদের শার্টে বুক পকেট রাখার প্রথা নেই। সত্যি বলতে এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ নেই। এটি কেবল প্রাচিনপন্থী বিশ্বাস এবং পুরুষতান্ত্রিক মানসিকতাকে তুলে ধরে।

মহিলাদের জামায় কেন পকেট থাকে না? জানুন এর পিছনের আসল কারণ

হাউ স্টাফ ওয়ার্কস ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের চেহারার সৌন্দর্য বজায় রাখতেই এমনটা করা হয়েছিল। নিঃসন্দেহে বোঝা যায় আদতে কিসের কথা বলা হচ্ছে। নারীদের বক্ষযুগল সবথেকে আকর্ষিত করে বিশেষ করে পুরুষদের তা বলতে দ্বিধা নেই। তাই মনে করা হত আগেকার যুগে নারীদের জামায় পকেট থাকলে শরীরের আকৃতিতে প্রভাব ফেলতে পারে এবং সৌন্দর্য নষ্ট হতে পারে।

মহিলাদের জামায় কেন পকেট থাকে না? জানুন এর পিছনের আসল কারণ

মেয়েদের স্তনের আকৃতিতে যাতে কোনও প্রভাব না পরে তার জন্যই মেয়েদের শার্টে পকেট থাকতো না। তবে বর্তমান সময়ে কিন্তু সেই পুরোনো বিশ্বাস ভাঙছে বহু নারী ও পোশাক প্রস্তুত কারক সংস্থা। বহু ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়াতে সেসব ফটো ভাইরাল হয় তাতে কিন্তু মহিলাদের শার্টে বুক পকেট দেখা যায়।