
পৃথিবীতে হাজার একটা জিনিস আছে যার সমন্ধে আমাদের সঠিক ধারণা থাকে না। কিন্তু বিষয়টি নিয়ে আমাদের কৌতূহলেরও শেষ থাকেনা। আর তেমনই একটি জিনিস হল রাস্তার ধারের গাছগুলিতে সাদা রং থাকা। সকলেই এই বিষয়টি দেখে থাকবেন যে, রাস্তার পাশের গাছ গুলির গোড়ার দিকে সাদা রং করা থাকে। আর যা রাস্তার দু পাশের শোভা বৃদ্ধির পাশাপাশি বেশ আকর্ষণীয় করে তোলে।
কিন্তু গাছগুলিতে কেন সাদা রং করা হয় সেটা জানেন কি? ৯০ শতাংশ মানুষ এটির ব্যাখ্যা জানেন না। এর পিছনে রয়েছে একটি বড়সড় বৈজ্ঞানিক কারণ। আজকের এই প্রতিবেদনে আমরা সেই বিষয়েই কথা বলবো। চলুন তবে জেনে নেওয়া যাক কেন রাস্তার ধারের গাছ গুলিতে সাদা রং করা হয়। সেক্ষেত্রে বলে রাখি যে, মূলত এই গাছগুলির সুরক্ষার কারণেই গাছ গুলিকে সাদা রং করা হয়ে থাকে।
রাস্তার ধারের গাছ গুলিকে রং করার জন্য চুনের ব্যবহার করা হয়। চুন দিয়ে রং করার কারণ হল চুন গাছের নীচ পর্যন্ত পৌঁছে যায়। আর সেই কারণে গাছের গোড়ায় কোনো পোকামাকড় আক্রমণ করতে পারে না। এমনকি উইপোকা পর্যন্ত বাসা বাঁধতে পারে না। যারফলে গাছের আয়ু বৃদ্ধি হয়। এমনকি চুন লাগানোর ফলে গাছের বাইরের দিকটাও সুরক্ষিত থাকে। তবে, বিশেষজ্ঞদের মতে গাছের গায়ে চুন লাগানো থাকলে বাকল ফাটে না। বরং গাছ আরও মজবুত হয়।
এছাড়াও কর্নেল ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন যে, গাছের গায়ে সাদা রং করা থাকলে সূর্যের ক্ষতিকর রশ্মি গাছের গায়ে ক্ষতি করতে পারেনা। এমনকি গাছের কুঁড়ি সুরক্ষিত থাকে। এছাড়াও এই গাছের গায়ে সাদা রং করা থাকলে অনায়াসেই বোঝানো সম্ভব হয় যে, এই গাছগুলি বন দফতরের আওতায় রয়েছে। যারফলে কোনো সাধারণ মানুষ গাছগুলিকে কেটে নিয়ে যেতে পারবে না। এমনাকি সেসব রাস্তায় স্ট্রিট লাইট নেই সেখানে এই গাছে সাদা রং থাকার ফলে পথ চলতি মানুষদের অনেক সুবিধা হয়।
তাহলে জেনে গেলেন নিশ্চই যে কেন গাছের গায়ে সাদা রং করা হয়। এমন অনেক অজানা কিছুই জানার জন্য আমাদের সংবাদ মাধ্যমের হাত ধরতে হয়। এমনই যদিও আরও কিছু জানার থাকে তাহলে চোখ রাখুন Humppy-র পাতায়। এমনকি প্রতিবেদনটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।