Offbeat

মানুষের শরীরে হঠাৎ তিল সৃষ্টি হয় কেন? তিলের ইংরেজি অর্থ কি? ৯৯% মানুষই বলতে পারেন না

Advertisement
Advertisements

মানুষের শরীরে বিভিন্ন স্থানে তিল (Mole) থাকার কথা কারোরই নিশ্চই অজানা নয়। কারোর মাথায়, কারোর পায়ে আবার কারোর কোনো প্রাইভেট পার্টে তিল দেখা যায়। মূল কথা হল তিল যেকোনো জায়গায় দেখা যায়। জ্যোতিষ মতে এই তিলের আবার নাকি বিভিন্ন রকমের মানে আছে। আবার অনেকেই বলেন নির্দিষ্ট স্থানে তিল থাকলে নাকি জীবনে অনেক উন্নতি হয়।

মানুষের শরীরে হঠাৎ তিল সৃষ্টি হয় কেন? তিলের ইংরেজি অর্থ কি? ৯৯% মানুষই বলতে পারেন না

তবে, একজন মানুষের শরীরে তিল (Mole) কেন হয়? কত বয়স পর্যন্ত হয়? আর তিলকে ইংরেজিতেই বা কি বলে তা জানা আছে কি? আজকের এই প্রতিবেদনে আমরা সেই বিষয়েই আপনাদের বলবো। চলুন তবে জেনে নেওয়া যাক। আসলে গায়ের রং নির্ভর করে ত্বকের বিশেষ কোষের উপর। যেটির নাম মেলানোসাইট। আর সেই মেলানোসাইট কাস্টার হিসেবে তৈরি হলে বা জমে গেলে সেই স্থানে তিল হয়।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে একজন মানুষের শরীরে ১০ থেকে ৪০ টি তিল থাকতে পারে। আর সেটা স্বাভাবিক। বিশেষ করে সেসব স্থানগুলিতে সূর্যের আলো পরে সেখানে তিল হওয়ার সম্ভাবনা বেশি। শুধু তাই নয় যারা অনেকক্ষণ সূর্যের আলোতে কাজ করেন এমনকি শারীরিক কোনো চিকিৎসার জন্য রেডিয়েশনের সাহায্য নেন তাদের শরীরে বেশি পরিমানে তিল হওয়ার সম্ভবনা।

মানুষের শরীরে হঠাৎ তিল সৃষ্টি হয় কেন? তিলের ইংরেজি অর্থ কি? ৯৯% মানুষই বলতে পারেন না

এছাড়া জিনগত কারণেও তিল হয়ে থাকে। তবে, এসব তো জানলেনই কিন্তু তিলকে ইংরেজিতে কি নামে ডাকা হয় তা জানেন কি? তিলকে ইংরেজিতে মোল (Mole) নামে ডাকা হয়। এটা অনেকেই জানেন না। আপনি যদি না চান আপনার শরীরে তিলের সংখ্যা বাড়ুক তাহলে রোদ ও রেডিয়েশন এই দুটোই এড়িয়ে চলতে হবে। তবে, এটুকু বলা যায় যে, তিল শরীরের কোনো ক্ষতি করেনা।