Offbeat

সিলিন্ডার গোল হয় কেন? ৯৯% মানুষই জানেন না! আপনি কি জানেন?

Advertisement
Advertisements

প্রতিদিন সবার বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিস হলো গ্যাস সিলিন্ডার। এই যুগে গ্যাস ছাড়া রান্না করা কার্যত অসম্ভব। উনুনে যেমন পরিবেশের ক্ষতি হয়। আবার উনুনে রান্না করতে খুবই সময় লাগে। এই সময়ে LPG গ্যাস ছাড়া কেউ ভাবতেও পারেন না। ছোট থেকে বড় বিভিন্ন ওজনের গ্যাসের সিলিন্ডারের আকৃতি সবসময় এক রকম দেখা যায়। কিন্তু জানেন সিলিন্ডার কেন গোলা কৃতি হয়?

সিলিন্ডার গোল হয় কেন? ৯৯% মানুষই জানেন না! আপনি কি জানেন?

এমন প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে কোনো না কোনো দিন এসেছে। এবার বলুন তো এই সিলিন্ডার শুধুমাত্র গোল হয় কেন? আরও বিভিন্ন রকমের আকৃতির সিলিন্ডার আমরা সাধারণত দেখতে পারি না। আসলে কিন্তু এর পিছনে বিজ্ঞানিক কারণ আছে। জানেন কি সেই কারণ?

সিলিন্ডার গোল হয় কেন? ৯৯% মানুষই জানেন না! আপনি কি জানেন?

একটি সিলিন্ডারে ১৪ কেজি গ্যাস থাকে। এই কারণে সিলিন্ডারের ভিতরে প্রচুর চাপ উৎপন্ন হয়। যেহেতু গোলাকৃতি হয় তাই চাপ সহ্য করার ক্ষমতা বেশি। এই সিলিন্ডার যদি বর্গাকৃতি হত, তাহলে এর চাপ সহ্য করার ক্ষমতা খুব বেশি থাকত না। ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে এই জন্য গোলাকৃতি সিলিন্ডার তৈরী করা হয়।

সিলিন্ডার গোল হয় কেন? ৯৯% মানুষই জানেন না! আপনি কি জানেন?

গোলাকৃতি আকৃতি হওয়ায় প্রয়োজন মতো গ্যাস কিংবা তরল সিলিন্ডারে প্রবেশ করানো যায়। যতখুশি চাপ প্রয়োগ করা যায় কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর গোলাকৃতি জিনিস বহন করতেও বেশ সুবিধা হয়। তাই আপনারা একতদিন সিলিন্ডার গোল হবার কারণ খুঁজলেও আদতে এই বৈজ্ঞানিক কারণ গুলির মেনেই তৈরী করা হতো।

সিলিন্ডার গোল হয় কেন? ৯৯% মানুষই জানেন না! আপনি কি জানেন?