Offbeat

Cycle-এর বাংলা কী? বড় বড় বুদ্ধিজীবীরাও বলতে গিয়ে হোঁচট খাচ্ছেন

Advertisement
Advertisements

Cycle Bengali Meaning: মানুষের জীবনে যানবাহনের প্রয়োজনীয়তা ঠিক কতখানি তা নিশ্চই বলে দেওয়ার নয়। গরিব হোক বা মধ্যবিত্ত অথবা ধনী আম্বানি সকলের কাছেই চলাচলের জন্য যানবাহন রয়েছেই। কেউ সাইকেলে, কেউবা মোটর সাইকেলে আবার কেউ ফোর হুইলার করে যাতায়াত করেন। তবে, সাইকেল (Bicycle) কিন্তু সবশ্রেণীর মানুষের সাধ্যের মধ্যে থাকা একটি বাহন। আর এই সাইকেল যে কত মানুষের জীবন যুদ্ধের কাহিনী বলে তা আশাকরি বলে দেওয়ার নয়।

Cycle-এর বাংলা কী? বড় বড় বুদ্ধিজীবীরাও বলতে গিয়ে হোঁচট খাচ্ছেন

এই সাইকেল যেমন চালানো সহজ তেমন এর মেনটেইনেন্স খরচও কম। চেন ও বেয়ারিংয়ে দু-ফোঁটা মোবিল দিলেই হুড়হুড়িয়ে চলবে সাইকেল। যদিও কখনও টিউব পাঞ্চার হয়ে যায় সেক্ষেত্রে কিছু টাকা খসবে। আর তা বাদে এই সাইকেল কিন্তু আপনার যুগ যুগের সাথী হয়ে থাকবে। অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে, আধুনিক সভ্যতার সবচেয়ে শ্রেষ্ঠ আবিষ্কার হল এই বাইসাইকেল। মানুষের প্রতিদিনের জীবনে সাইকেলের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।

Cycle-এর বাংলা কী? বড় বড় বুদ্ধিজীবীরাও বলতে গিয়ে হোঁচট খাচ্ছেন

আজকালকার দিনে সাইকেল ছাড়া জীবন কেউই ভাবতে পারে না। তবে, সাইকেলের বাংলা নাম কিন্তু অনেকেই জানেন না। জার্মানির কার্ল ভন ড্যারন (Karl Van Darren) ১৮১৭ সালে জার্মানির ম্যানহেইম শহরে প্রথম সাইকেল আবিষ্কার করেন। ১৮৮০ সালে প্রথম চেন ও টায়ার যুক্ত করে দুইচাকাকে সমান পর্যায়ে নিয়ে আসা হয়। এরপর নানান পরীক্ষা-নিরীক্ষার পর সাইকেলকে আজকের পর্যায়ে নিয়ে আসা হয়েছে।

Cycle-এর বাংলা কী? বড় বড় বুদ্ধিজীবীরাও বলতে গিয়ে হোঁচট খাচ্ছেন

সাইকেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি কোনো দূষণ ছড়ায় না। যারফলে পৃথিবীর সব দেশেই এটির ব্যবহার হয়। তবে, সাইকেল নিয়ে মানুষ নানান কিছু জানলেও এর বাংলা নাম কি তা জানেন না। সাইকেলের বাংলা নাম হল ‛দ্বিচক্রযান’।