প্লাস্টিকের টুলে ছিদ্র থাকে কেন? ৯৯% মানুষই জানেন না

মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসের কিন্তু অভাব নেই। বিজ্ঞান উন্নত হবার সাথে সাথেই কিছু না কিছু প্রতিদিন জীবনের সাথে আমাদের জুরে চলেছে। ঠিক তেমনই কিন্তু প্লাস্টিকের টুল। ও, এই প্লাস্টিকের টুল বলতেই মনে আসলো মজার একটি প্রশ্ন। জানেন প্লাস্টিকের এই টুল গুলির মাঝে একটা ছিদ্র থাকে কেন? প্রশ্ন শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন নিশ্চয়ই। ৯৯% মানুষই জানেন না এর উত্তর। তবে চিন্তা নেই আপনিও যদি এই প্রশ্নের উত্তর না জেনে থাকেন আমরা এই প্রতিবেদনে খুব ভালো করে এর উত্তর জানিয়ে দেবো।
১) প্লাস্টিকের টুলে ছিদ্র থাকার প্রথম কারণ হলো হাওয়া পাস করার জন্য। রিপোর্ট অনুযায়ী, এটা একটা বিজ্ঞানের অতি সাধারণ নিয়ম বলা চলে। আপনার বাড়ি বা দোকানে প্লাস্টিকের টুল অনেক থাকলে ছড়িয়ে না রেখে জায়গা বাঁচানোর জন্য একটির উপর চাপিয়ে আরেকটি রাখা হয়। এই টুলগুলিতে ছিদ্র না থাকলে কিন্তু হাওয়া পাস করবে না সেক্ষেত্রে এগুলি একে অপরের সঙ্গে লেগে থাকবে।
২) টুল গুলি এক স্থান থেকে অন্য স্থানে সরানোর জন্য দুটি কিংবা একটি হাতের দরকার লাগে না। টুলের মধ্যে থাকা ছিদ্রটির সাহায্যে আপনি একটি আঙুলের সাহায্যেই সেই টুল এদিক ওদিক সরাতে পারবেন।
৩) প্রতিটি টুলে ছিদ্র রেখে কিছু পরিমান উপাদান অর্থাৎ কিছু প্লাস্টিকও বাঁচাতে পারে সেই কোম্পানি গুলি।
৪) ধরুন একজন অতিরিক্ত ওজনের ব্যক্তি প্লাস্টিকের টুলের উপরে দাঁড়িয়ে আছেন। তারপরেও সেই টুলটি সহজে ভেঙে না যায়, তবে বুঝবেন টুলের মাঝখানে থাকা সেই ছিদ্রটির কারণেই কিন্তু এই টুলটি ভাঙেনি।
বিঃদ্রঃ – উপরের এই সবকটি কারণ ইন্টারনেট থেকে নিয়ে লেখা হয়েছে। এক্ষেত্রে Humppy -র নিজস্ব কোনো মতামত নেই।