
প্রত্যেক পাড়াতেই কুকুর (Dog) থাকে। বলতে গেলে তারা একা নয় একটি দলে ঘোরে। তবে, আপনি নিশ্চই মাঝরাতের দিকে কুকুরের কান্নার (Cry) অদ্ভুত শব্দ শুনে থাকবেন। প্রায় দিন না হলেও কোনো না কোনো সময় তাদের কান্নার আওয়াজ নিশ্চই আপনার কান অবধি পৌঁছায়। আর সেটিকে অনেকেই খারাপ লক্ষণ হিসেবে ভেবে থাকেন। আবার অনেকেই মনে করেন যে, রাতের বেলায় কুকুর কাঁদলে কদিনের মধ্যে কেউ না কেউ মারা যাবে।
কিন্তু কথা হল কেন মাঝরাতে কুকুর (Dog) কাঁদে তা জানা আছে কি কারোর? আজকের এই প্রতিবেদনে সে বিষয়েই বিস্তারিত বলবো। আসলে কুকুর কান্নার অনেক কারণ রয়েছে। কোনো একটিমাত্র কারণে কুকুর কাঁদে না। গবেষণায় দেখা গিয়েছে যে, কুকুর যখন তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয় অথবা তার এলাকা থেকে সরে যায় তখন হতাশার কারণে রাতের বেলা জোরে কাঁদতে থাকে। মূলত যেমনটা একজন মানবশিশু পরিবার থেকে আলাদা হলে করে এখানেও ঠিক তেমনটাই ঘটে।
তবে, আবার উল্টোদিকেও যখন কোনো নতুন কুকুর পুরোনো কুকুরদের (Dog) জায়গায় চলে আসে তখন তারা রাতে চিৎকার করে। যাতে আশেপাশের লোকজন সতর্ক হয়ে যায়। এছাড়াও আরও হাজারও একটা কারণে কুকুর কাঁদে। অনেক বিশেষজ্ঞদের মতে কোনো কুকুর যদি অসুস্থ হয় এমনকি তার কোনো আঘাত লাগে তাহলে তারা রাতের বেলায় কাঁদতে শুরু করে। এমনকি কুকুররা কষ্টে থাকলেও কান্নাকাটি করে।
এছাড়াও বিজ্ঞানীরা জানিয়েছেন যে, কুকুরের (Dog) কান্না করার আরও একটি কারণ হল তাদের বয়স। বয়সের সঙ্গে সঙ্গে কুকুর দুর্বল হয়ে পরে। আর তখন তারা একাকী বোধ করে। যেই কারণে তাদের মনে দুঃখের সৃষ্টি হয়। আর তাই তারা কাঁদে। এমনকি অনেক কুকুর আছে যারা তাদের মৃত সঙ্গীর কথা ভেবেও কাঁদে। তাহলে জানলেন নিশ্চই কোনো এক কারণে কুকুর কান্না করেনা। তাদের কাঁদার অনেক কারণ থাকে।