Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Offbeat

কুকুরের উপদ্রব থেকে বাঁচতে কেন নীল জলের বোতল ঝোলানো হয় বাড়ির বাইরে, জানুন আসল কারন

সারমেয় আমাদের জীবনে সবসময় কিন্তু জুড়ে থাকে। রাস্তা ঘাটে প্রতিদিন কত কত সারমেয়কে আমরা দেখতে পাই। কেউ ভালোবাসেন তো কেউ করেন তাদের ঘায়েল। নিরীহ এই প্রাণীদের যদিও সবথেকে বেশি বাড়িতে পোষ মানানো হয়ে থাকে। বাড়িতে পোষ্য কুকুর থাকলে তা যেমন বাড়ি ও সদস্যদের রক্ষা করে, তার পাশাপাশি নিজস্ব আচরণ ও সদস্যদের সঙ্গে খেলাধুলোর মাধ্যমে বাড়ি খুশিতে ভরিয়ে রাখে।

কুকুরের উপদ্রব থেকে বাঁচতে কেন নীল জলের বোতল ঝোলানো হয় বাড়ির বাইরে, জানুন আসল কারন

তবে ভারতবর্ষের রাস্তাতে প্রচুরসংখ্যক দেশী জাতের কুকুর‌ ঘোরাফেরা করে, যারা মানুষের কাছে তুলনামূলক অবহেলিত। দেখলেই ঢিল কিংবা তাড়া খেয়ে বেঁচে থাকে সেই প্রাণী গুলি। তাদের উপদ্রব এড়িয়ে চলার জন্য অনেকেই বিভিন্ন উপায় অবলম্বন করে থাকেন। তার মধ্যে অন্যতম হল বাড়ির দরজায় বা সামনের দিকে জলে নীল রঙ গুলে বোতলে ভরে ঝুলিয়ে রাখা

কুকুরের উপদ্রব থেকে বাঁচতে কেন নীল জলের বোতল ঝোলানো হয় বাড়ির বাইরে, জানুন আসল কারন

জানেন কেন জলের বোতলে নীল রং মিশিয়ে বাড়ির সামনে ঝুলিয়ে রাখা হয়? নিশ্চয়ই আপনিও অন্যের দেখা দেখি নিজের বাড়ির মুখে এই নীল জল ঝুলিয়ে রেখেছেন। তবে বিজ্ঞান সম্মত কোনো কারণ এখনও পর্যন্ত এই নীল জলের মধ্যে খুঁজে পাওয়া যায়নি শুনতে অবাক লাগলেও ঠিক এই ধরণের কথাই জানিয়েছেন সকলে। কুকুরদের চোখের রেটিনায় কম কোষ থাকার কারণে এরা কোনো রং তারা সেইভাবে দেখতেই পায় না।

কুকুরের উপদ্রব থেকে বাঁচতে কেন নীল জলের বোতল ঝোলানো হয় বাড়ির বাইরে, জানুন আসল কারন

তাই এইভাবে নীল রঙের জলের বোতল ঝুলিয়ে রাখলে আদৌ কোনো লাভ হ‌ওয়া সম্ভব নয়। শুধুমাত্র মানুষের মনের অন্ধবিশ্বাসের ফলেই এই ধরণের কাজ করা সম্ভব হয়। তাই যদি আপনার বাড়ির থেকে সারমেয় দূর করতে চান অন্য কোন পথ খুঁজে বের করুন। কিন্তু মনে রাখবেন কোনোভাবেই এই প্রাণীদের আঘাত করবেন না।