১০০ টাকার নোটের পিছনে পাহাড়টির নাম কী? ৯৯% মানুষ উত্তর দিয়েছেন ভুল! আপনি কী জানেন?

আপনার হাতের ১০০ টাকার নোটটার পিকোন দেখেছেন কি সুন্দর একটি পাহাড় আছে! তবে জানেন সেই পাহাড়ের অবস্থান কোথায়? ৯৯% মানুষই জানেন না এই পাহাড়ের নাম। সেই পাহাড়ের নাম জানার চেষ্টা করেছেন কোনোদিন? চিন্তা নেই আমাদের প্রতিবেদনে আজ জানতে পারবেন এই পাহাড়টির নাম।
অনেকে মনে করেন, ১০০ টাকার নোটের পিছনে যে পর্বতটি রয়েছে সেটা কৈলাস পর্বত। তবে আপনাদের জানিয়ে রাখি এটা সম্পূর্ণ ভুল। এটা কৈলাশ পর্বত নয়। তাহলে এই নোটের পিছনে কোন পাহাড়ের দৃশ্য দেখা যায়? বলতে পারবেন না তাই তো? চলুন তাহলে আমরাই এই সহজ প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি।
ফটোতে যে পর্বতটি দেখতে পাচ্ছেন সেটা বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ ‘কাঞ্চনজঙ্ঘা’। হিমালয় পর্বতমালা ছেড়ে কাঞ্চনজঙ্ঘা কেন সেই প্রশ্ন নিশ্চয়ই আপনার মাথায় আসবে? মনে করা হয় হিমালয় আমাদের দেশে নয় বরং নেপালে অবস্থান করে। অন্যদিকে ভারতের সিকিম রাজ্যের নর্থ-ইস্ট ভারত ও ইস্টার্ন নেপালের বর্ডারে অবস্থিত এই কাঞ্চনজঙ্ঘা। এর মোট উচ্চতা ৮,৫৮৬ মিটার।
নোটের পিছনে যে ফটোটি আছে কাঞ্চনজঙ্ঘার সেটি পাহাড়ের দক্ষিণ দিকে গোচেলা পাস থেকে দেখা যায়। তাহলে জেনে গেলেন ১০০ টাকার নোটের পিছনে কোন পর্বতের চিত্র দেখতে পান। আপনাদের জানিয়ে রাখি ১০০ টাকার নোটে দেশের ১৭টি ভাষার কথা উল্লেখ করা আছে। সেগুলি হলো- ইংরেজি, হিন্দি, সংস্কৃত,, বাংলা, গুজরাটি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি,উর্দু, মারাঠি, নেপালি, অসমীয়া, ওড়িয়া, পাঞ্জাবি,, তামিল, তেলেগু এবং মালয়ালাম।