×
OffbeatNews

‘AADHAAR’ -এর পুরো অর্থ কি? ৯৯% মানুষই জানেন না!

২০০৯ সালে সম্পূর্ণ দেশে ‘আধার কার্ড’ চালু করা হয়। প্রতিটি মানুষের এই কার্ড থাকা কিন্তু বাধ্যতামূলক। দেশের নাগরিকত্বের প্রমাণ আধার কার্ড না হলেও এই কার্ড এখন সব কাজের ক্ষেত্রেই দরকার হয়। তবে ‘AADHAAR’ কার্ডকে কিন্তু সবসময় এইভাবেই লেখা হয়ে থাকে। যার ফলে এই কার্ডের সম্পূর্ণ নাম কি সেটা অনেকেই জানেন না। অন্য কার্ড বা যে কোনো শর্ট ফর্মের পুরো নাম থাকলেও আধার কার্ডের কোনো পুরো নাম কিন্তু নেই।

'AADHAAR' -এর পুরো অর্থ কি? ৯৯% মানুষই জানেন না! -

আদতে ‘AADHAAR’ -এর কোনও ফুল ফর্ম নেই। এই কার্ড নিয়ন্ত্রণ করে ভারত সরকার কর্তৃক সংস্থা ‘UIDAI’। আপনারা অনলাইন কিংবা কার্ডের উপরেও এই সংস্থার নামে কিংবা লোগো হামেশাই দেখতে পাবেন। এই সংস্থার পুরো নাম অনেকেই জানেন তবে আবারো একবার জানিয়ে দেওয়া হচ্ছে। ‘UIDAI’ পুরো নাম হলো ‘Unique Identification Authority Of India’।

'AADHAAR' -এর পুরো অর্থ কি? ৯৯% মানুষই জানেন না! -

তাই এই সংস্থারই একটি ভিত্তি হলো এই আধার নম্বর। ১১ সংখ্যার আপনার এই নম্বর থাকলে দেশের যে কোনো জায়গায় আপনি অনায়েসেই কোনো কাজ সেরে ফেলতে পারবেন। ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর মহারাষ্ট্রের নন্দারবারের এক বাসিন্দার নামে দেশের প্রথম আধার কার্ডটি তৈরী করা হয়েছিল। ২০২৩ সাল পর্যন্ত এখনও পাওয়া তথ্য অনুযায়ী দেশের ১৩৫.৯ কোটি মানুষের আধার কার্ড তৈরী হয়ে গেছে।

'AADHAAR' -এর পুরো অর্থ কি? ৯৯% মানুষই জানেন না! -

ভারত সরকার সম্পূর্ণ বিনামূল্যে এই আধার কার্ডের পক্রিয়া করেছিলেন। তবে বর্তমানে আধার কার্ড তৈরী কিংবা বদলানোর জন্য নির্দিষ্ট অর্থ প্রদান করতে হয়। আপনার প্যান কার্ড ও ভোটার কার্ডের সাথে অতি অবশ্যই আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে। ৩১সে মার্চ ২০২৩ সালের মধ্যে যদি এই কাজটি না করেন তাহলে ব্যাংক একাউন্ট থেকে বিভিন্ন সরকারি কাজে হেনস্থা ও বড়সড় অংকের জরিমানা হতে পারে।