লাল-হলুদ-গোলাপী! ‘রোজ ডে’-তে গোলাপ দেবার আগে অবশ্যই জেনে নিন কোন রঙের কি মানে

শুরু হয়ে গেছে বছরের ভালোবাসার মাস। আর ফেব্রুয়ারী মাসের ৭ তারিখ থেকে শুরু হবে ভালোবাসার সপ্তাহ। প্রথম দিন পালন করা হবে Rose Day বা গোলাপ দিবস। তবে সিঙ্গেল মানুষদের যদিও সেসব বালাই নেই। যে কারণে এই ধরণের দিন পালন করতে কিন্তু তাঁরা ঘোর বিরোধী বলা যায়। তবে আপনি তো ভাবছেন পছন্দের মানুষটিকে এক গুচ্ছ গোলাপ ফুল দিতেই হবে কাল।
জানেন কি শুধু লাল গোলাপ নয় বিভিন্ন রঙের গোলাপ আপনি দিতে পারেন পছন্দের মানুষকে। কিন্তু তার আগে আপনার জেনে নেওয়া উচিত কোন রঙের গোলাপের অর্থ কি –
১) লাল গোলাপ: সবচেয়ে জনপ্রিয় হল লাল গোলাপ। প্রেম বা ভালোবাসার চিহ্ন হিসাবেই এই রঙের গোলাপটি ব্যবহার করা হয়। তাই ভ্যালেন্টাইন্স ডে -র স্পেশাল দিনে মনের মানুষকে এই রঙের গোলাপ দিয়ে ভালোবাসা জানাতে পারবেন।
২) পিচ গোলাপ: প্রেমে পড়েছেন কিন্তু মনের মানুষটিকে সাহস করে বলতে পাচ্ছেন না। মনের কথা চেপে না রেখে এই রঙের গোলাপ দিয়ে তা জাহির করে দিতে পারেন।
৩) গোলাপি গোলাপ: কারও প্রশংসা করার জন্য গোলাপি রঙের গোলাপ ব্যবহার করা হয়। এটি প্রশংসা, মুগ্ধতার প্রতীক। Rose Day-তে উপহার দেওযার জন্য এর থেকে ভালো কিছু হয় না।
৪) সাদা গোলাপ: সাদা মানেই তার সাথে জুড়ে আছে শান্তি। তবে Rose Day-তে উপহার দেওয়ার জন্য আদর্শ নয়। এটি বিয়ে বাড়ি কিংবা শ্রদ্ধানুষ্ঠানে দেওয়ার মতো। ফলে এই দিন সাদা গোলাপ থেকে নিজেকে বিরত রাখুন।
৫) ল্যাভেন্ডার গোলাপ: বিরল এই গোলাপ একবার কাউকে দিলেই বাজিমাত। প্রেমের মোক্ষম অস্ত্র এটি। এটি দেওয়ার মানে ‘Love at first sight’বা প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছেন।
৬) হলুদ গোলাপ: এই রঙের গোলাপ বন্ধুত্বের প্রতীক। কোনও ম্যানুয়ালের সাথে বন্ধুত্ব করতে চাইলে এই রঙের গোলাপ উপহার দিতে পারেন।
৭) কমলা গোলাপ: আবেগ বোঝানোর জন্য লাল গোলাপের চেয়েও বেশি পরিমাণে কাজের হল কমলা গোলাপ। তাই কাল যদি বাজার থেকে এই গোলাপ কিনতে পারেন মনের মানুষের জন্য একদম আদর্শ।