Offbeat

সাবধান! বাজার থেকে ডুপ্লিকেট জিনিস কিনছেন না তো? জেনে নিন আসল নকলের মধ্যে পার্থক্য

Advertisement

বর্তমান সময়ে পৃথিবীতে কার্যত সব কিছুর নকল বেরিয়ে গেছে। জুতো থেকে জামা, গাড়ি থেকে ঘড়ি এমন কিছু জিনিস নেই যার নকল কিংবা ডুপ্লিকেট বের হয়নি। দামি কিংবা সাধারণ মধ্যবিত্ত মানুষের সাধ্যের বাইরের এই জিনিস গুলি কেনার জন্য এই নকল খুব কম দামে পাওয়া যায়। তবে অনেক সময় কিন্তু এমনটা হয়ে থাকে যেখানে ক্রেতা বুঝতেই পারে না কোনটা সঠিক আর কোনটা আসল।

সাবধান! বাজার থেকে ডুপ্লিকেট জিনিস কিনছেন না তো? জেনে নিন আসল নকলের মধ্যে পার্থক্য

অনেক দাম দিয়ে সেই জিনিস গুলি কিনে নেই তারা। তবে জানেন কি একটা জিনিস কেনার আগে আসল ও নকল কিভাবে বুঝবেন? খুব সহজে আপনাদের জানানোর জন্য আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যেখানে দেখুন প্রথমেই দেখা যাচ্ছে একটি অ্যাপেল কোম্পানির ঘড়ি। যে ঘড়িটির দাম ৫০ হাজার টাকা। কিন্তু একদম একইরকম দেখতে সেই ঘড়ি ৫০০ আবার অনেক মানুষ অন্যদের বোকা বানিয়ে ৩০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করেন।

সাবধান! বাজার থেকে ডুপ্লিকেট জিনিস কিনছেন না তো? জেনে নিন আসল নকলের মধ্যে পার্থক্য

নকল ঘড়ি গুলি তুলনায় বড়ো, স্ট্রাপ গুলি আলাদা করা যায় না, আসল ঘড়িতে পাতির তলায় চারটি সেন্সর যেখানে নকলে একটিও থাকে না। আবার ফোনের বিভিন্ন রকমের চার্জার থাকে। এই চার্জার গুলিও নকল বিক্রি করা হয়। তবে নকল চার্জারে চার্জ দিলে ফোন গরম হয়ে যায় যা আপনি সহজেই ধরে ফেলতে পারবেন। বিখ্যাত ‘Nestle’ কোম্পানির ম্যাগি ও মাইলো প্রোডাক্ট দুটি নকল বাজারে বেরিয়েছিল।

সাবধান! বাজার থেকে ডুপ্লিকেট জিনিস কিনছেন না তো? জেনে নিন আসল নকলের মধ্যে পার্থক্য

মালয়েশিয়াতে এই ধরণের নকল প্রোডাক্ট দেখা যায়। Nestle কোম্পানি নিজেরাই একটি বিবৃতি দেন যেখানে তারা বিজ্ঞাপনে ছবির মাধ্যমে দেখিয়ে আসল প্যাকেটের সাথে নকল প্যাকেটের পার্থক্য চিহ্নিত করেন। কার্যত আরও বিভিন্ন জিনিস আপনাদের সামনেই আছে যা নকল। তাই কেনার আগে অতি অবশ্যই আসল ও নকল জিনিসের পার্থক্য ভালো করে বুঝে তবেই কিনবেন।