OffbeatLifestyle

প্রয়োজন নেই এসি ও কুলারের, একটুকরো বরফেই হবে গোটা ঘর ঠান্ডা! কিন্তু কিভাবে? জানুন বিস্তারিত

Advertisement
Advertisements

দিনদিন যেভাবে সূর্যের দাবদাহ বেড়ে চলেছে তাতে রীতিমতো ঘরে থাকাও কষ্টকর হয়ে উঠেছে। গোটা দক্ষিণবঙ্গ যেন সূর্যের আগুনে পুড়ছে। বেশিরভাগ জেলারই সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে। দিনে হোক বা রাতে গরমের জ্বালায় ঘুমোতে পারছে না কেউই। যাদের ঘরে এসি (Ac) অথবা কুলার (Cooler) আছে তাদের আলাদা কথা। কিন্তু যাদের ঘরে নেই তাদের তো কষ্টের শেষ নেই। এমনকি সকলেই যে সবসময় সবকিছু কিনতে পারে তাও না।

প্রয়োজন নেই এসি ও কুলারের, একটুকরো বরফেই হবে গোটা ঘর ঠান্ডা! কিন্তু কিভাবে? জানুন বিস্তারিত

সেক্ষেত্রে এই গরমের কষ্ট থেকে কিভাবে সহজেই মুক্তি পাবেন সেটাই বলবো আজকের এই প্রতিবেদনে। বেশি কিছু নয় মাত্র এক টুকরো বরফেই হবে সমস্যার সমাধান। কিন্তু কিভাবে তাই ভাবছেন নিশ্চই? চলুন তবে সেটা জেনে নেওয়া যাক। ঘর ঠান্ডা রাখতে গেলে ঘুমানোর সময় জানলা থেকে উল্টো দিকে টেবিল ফ্যান রাখতে হবে। ক্রস ডেন্টিলেশনের কারণে বাতাসের প্রবাহ ঠিক থাকে এমনকি ঘরও ঠান্ডা থাকে।

প্রয়োজন নেই এসি ও কুলারের, একটুকরো বরফেই হবে গোটা ঘর ঠান্ডা! কিন্তু কিভাবে? জানুন বিস্তারিত

আপনি যদি রাতের বেলায় কোনো পাত্রে বরফের টুকরো নিয়ে সেটিকে টেবিল ফ্যানের কাছে রেখে দেন তাহলে সেটি এসির মতো কাজ করবে। ঘর হয়ে উঠবে ঘুমানোর মতো উপযুক্ত। আপনি যদি এই পদ্ধতি মেনে চলেন তাহলে আপনার ঘর ঠান্ডা হতে খুব বেশি সময় লাগবে না। তবে, বরফ গলে গেলে কিন্তু ঘর আবারও গরম হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে নজর রাখতে হবে বরফ গলে যাওয়ার আগেই আবারও বরফ দেওয়ার।

প্রয়োজন নেই এসি ও কুলারের, একটুকরো বরফেই হবে গোটা ঘর ঠান্ডা! কিন্তু কিভাবে? জানুন বিস্তারিত

এই পদ্ধতি যদি মেনে চলেন তাহলে আর গরমে অসহ্য হবেন না। রাত্রিবেলা শান্তি করে ঘুমাতে পারবেন বৈকি। তাহলে জেনে গেলেন নিশ্চই কিভাবে আপনি গরম থেকে সহজেই মুক্তি পাবেন।