
সকাল সকাল বাজারে গেলেন, এক ব্যাগ বাজার করলেন কিন্তু মনটা ভালো নেই। বাড়ি ফিরে পকেট থেকে টাকা গুলি বের করতে গিয়েই দেখলেন বেশ কয়েকটি নোট ছেঁড়া। কোন দোকানদার ভিড়ের মাঝে এই টাকা গুলি দিয়েছে তা মনে পড়ছে না। চিন্তা নেই আপনি খুব সহজেই সেই টাকা গুলি বদলে ফেলতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, আপনি বিনামূল্যে ব্যাঙ্কে গিয়ে ছেঁড়া নোটের পরিবর্তে নতুন নোট নিতে পারেন। তবে এক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে।
কোনও সমবায় ব্যাঙ্ক, আঞ্চলিক ব্যাঙ্ক এবং গ্রামীণ ব্যাঙ্কে গিয়ে সেই নোট পরিবর্তন করতে পারবেন। বেসরকারি ব্যাঙ্কের পাশাপাশি জাতীয় ব্যাঙ্কেও নোট বিনিময় করা যাবে। জেনে রাখুন যে, আপনি যে শাখায় নোট বদলাতে যাচ্ছেন, অবশ্যই সেই শাখায় ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে। কিন্তু সেই নোট পরিবর্তন করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে।
একেবারে একসঙ্গে আপনি যে কোনও ব্যাঙ্কের শাখায় ২০টি নোট পরিবর্তন করবে পারবেন। তবে সেই ২০টি নোটের একসাথে মূল্য যেন ৫,০০০ টাকার বেশি না হয়। তাই সবসময় খেয়াল রাখবেন একসাথে আপনি কোনসময় পাঁচ হাজার টাকার বেশি না হয়। খুব বেশি ছেঁড়া কিংবা ফাটা নোট নিয়ে গেলে ব্যাংক আপনাকে সম পরিমাণ টাকা ফিরিয়ে দেবে না।
সিরিয়াল নম্বর কিংবা নোটের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ ছবিগুলি যদি বিকৃতি না হয় তাহলেই সেই নোট বদলাতে পারবেন। অতি অবশ্যই আপনার কাছের ব্যাংকের শাখায় চলে যান। তাহলে কাছে থাকা নোট গুলি বদলে ফেলতে পারবেন।