
ফলের রাজা কি? উত্তরে একবাক্যে বলবেন ‘আম’। রাজা যেহেতু তাই এই ফলের দাম যে সবথেকে বেশি হবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তথ্য সেটা বলছে না। আমের থেকেও সাধারণ বাজারেই বেশি দামের ফল পাওয়া যায়। আচ্ছা, আপনাদের যদি বলা হয় পৃথিবীর সবথেকে দামি ফল তরমুজ। কি বিশ্বাস করছেন না তাই তো? কথাটি প্রথম অবস্থায় বিশ্বাসযোগ্য না হলেও কিন্তু প্রমাণ পাওয়া গেছে। এক বিশেষ প্রকারের তরমুজ এটি। একে ইউবারি মেলন বা ইউবারি তরমুজ বলা হয়ে থাকে।
জাপানের হোক্কাইডো দ্বীপে বিশেষভাবে চাষ করা হয় ইউবারি তরমুজের। জানলে অবাক হবেন যে এই তরমুজের দাম এক দলা সোনার দামের সমান কিংবা তারও বেশি। চারদিক থেকে পাহাড়ে ঘেরা সুন্দর ছোট এই দ্বীপে বিশেষ জলবায়ুর জন্যই এই ফলের চাষ হয় খুবই ভালো। দিন ও রাতের তাপমাত্রার ওঠানামার ফলে এই তরমুজের স্বাদ একেবারে অনন্য । তাপমাত্রা যত বেশি ওঠানামা করে, তরমুজ তত মিষ্টি হয় বলে জানা গেছে।
তরমুজের বাইরের অংশ সবুজ ও সাদা ডোরা কাটা দাগ আছে ও ভিতরের অংশ কমলা রঙের হয়। প্রতিবছর জুন এবং জুলাই মাসে এখানে ইউবারি তরমুজ তোলা হয়। জানা যায় ইউবারি তরমুজের প্রতি কেজির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২০ হাজার টাকা। এক একটি তরমুজের গড় ওজন আড়াই থেকে ৩ কেজি হয়ে থাকে। সেই হিসাবে প্রতি তরমুজের দাম হয় ৬০ হাজার টাকার কাছাকাছি।
জাপানের পররাষ্ট্র মন্তকের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একবার একজোড়া তরমুজ ৫০ লক্ষ ইয়েন, অর্থাৎ ৩১.৫০ লক্ষ টাকায় নিলাম হয়েছিল। তাহলেই ভাবুন কার্যত সোনার থেকেও বেশি দামি একটি ফল যা খুব কম মানুষই খেতে পারবেন। এই ফল কিনতে গেলে কিন্তু আপনাকে জাপানের থেকেই কিনতে হবে।