পৃথিবীর সবচেয়ে বিষধর ১০টি সাপ! দেখলে অবাক হবেন আপনিও, রইল ভিডিও

সব প্রাণীর মধ্যে যে প্রাণীর নাম শুনলেই সবাই ভয় পায় সেটা হল সাপ। পৃথিবীতে প্রায় ৩০০০ ধরনের ভয়ানক সাপ রয়েছে। আসুন সবচেয়ে ভয়ংকর সাপগুলো নিয়ে আলোচনা করা যাক।
১) ব্লুমস্ল্যাং (Bloomslang) সাপ আফ্রিকার জঙ্গলে পাওয়া যায়। এরা জীবনের বেশিরভাগ সময় গাছের ডালে ঝুলে কাটায়। এরা গাছের রঙের সঙ্গে এমনভাবে মিশে থাকে যে সহজে চোখে পড়ে না। এদের বিষ কামড় দেওয়ার কয়েক ঘন্টা পরে কাজ করে এবং তখন বিশেষ কিছু করার থাকে না। তবে সাধারণত এদের বিরক্ত না করলে এরা আক্রমণ করে না।
২) ব্যান্ডেড কারিত (Banded Karit) সাপ দেখতে খুবই সুন্দর। হলুদ আর কালো ডোরাকাটা এই সাপ প্রধানত অন্য সাপ খেয়েই বাঁচে। এদের বিষ অত্যন্ত ভয়ংকর, এরা সাধারণত দিনের বেলায় বাইরে আসে না।
৩) টাইগার স্নেক (Tiger Snake) প্রধানত অস্ট্রেলিয়ার সাপ। এরা অত্যন্ত বিষধর, এদের কামড়ে প্রতি বছর প্রচুর মানুষ মারা যান। এরা সাধারণত দিনের বেলায় শিকার করে।
৪) কোস্টাল টাইপেন (Costal Taipan) সাধারণত অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে দেখা যায়। এরা আকারে খুব বড়ো আর এদের বিষ খুবই শক্তিশালী।
৫) স স্কিল্ড ভাইপার (Saw Skilled Viper) আফ্রিকা ও মধ্য এশিয়ায় বেশি দেখা যায়। এদের আকার খুব বড়ো হয় না। এরা সাধারণত রাতে বাইরে বের হয়। এই জাতের মহিলা সাপের বিষ পুরুষ সাপের চেয়ে বেশি শক্তিশালী ।
৬) কিং কোবরা (King Cobra) সাধারণত দক্ষিণ এশিয়ায় পাওয়া যায়। এরা ভারতের জাতীয় সরীসৃপ। ভারতে বিভিন্ন প্রজাতির কিং কোবরা সাপ পাওয়া যায়। এরা আকারে যেমন বড়ো, তেমনি এদের বিষ খুব মারাত্মক। এরা আক্রান্ত না হলে সাধারণত কামড়ায় না।
৭) বার্বা আমারেলা (Barba Amarelle) দক্ষিন আমেরিকা মহাদেশে পাওয়া যায়। এরা খুব সুন্দরভাবে লুকিয়ে থাকে এবং দ্রুত আক্রমণ করে। অনেক সময় প্রতিষেধক দিলেও এদের বিষে মানুষ মারা যায়।
৮) বালচারস সি স্নেক (Belchers Sea Snake) সাধারণত ভারত মহাসাগরে থাকে। কিছুক্ষন পরে পরে তারা নিঃশ্বাস নেওয়ার জন্য জলের ওপর মাথা তোলে। এদের বিষ এত মারাত্মক যে মানুষ ৩০ মিনিটের কম সময়েই এতে মারা যায়।
৯) ব্ল্যাক মাম্বা (Black Mamba) সাধারণত সাহারা মরুভূমির সাপ ব্ল্যাক মাম্বার বিষ খুবই সাংঘাতিক। এরা এত দ্রুত আক্রমণ করে যে চোখের পলক ফেলার সময় পাওয়া যায় না।
১০) ইনল্যান্ড টাইপেন (Inland Taipan) কে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ বলে মনে করা হয়। এরা অস্ট্রেলিয়ায় থাকে এবং সাধারণত স্তন্যপায়ী জীবদের খায়। এদের হাত থেকে বাঁচা খুবই কঠিন।